অভিষেক-যুবরাজ
শেষ আপডেট: 3rd February 2025 13:06
দ্য ওয়াল ব্যুরো: ১৭ বলে হাফসেঞ্চুরি। ৩৭ বলে সেঞ্চুরি। ইনিংস থমকাল ১৩৫ রানে, মাত্র ৩৭ বল খেলে। ইনিংস সাজানো থাকল খান ১৩ ছক্কায়, ৭ খানা চারে। শুধু ব্যাটের সুইং নয়, বলের স্পিনেও বাজিমাত করলেন অভিষেক শর্মা। হাত ঘুরিয়ে এক ওভারেই তুলে নিলেন দুটি উইকেট। ফিল্ডিংয়ে দাঁড়িয়ে ধরলেন একটি ক্যাচও।
ক্রিকেটের ময়দানে শেষ কবে এমন পাঁচতারা আলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন এক ভারতীয়—মনে করতে পারছেন না কেউই। কিন্তু এমন তুখোড় ব্যাটিং শিল্পকলার প্রদর্শন, ধ্রুপদী শৈলীর সঙ্গে ধুন্ধুমার আগ্রাসী ধরন মিলমিশে প্রত্যেকের স্মৃতিতে একজনেরই নাম ভেসে উঠছে। তিনি যুবরাজ সিং। ওয়াংখেড়ের এপ্রান্ত থেকে ওপ্রান্ত জুড়ে অভিষেকের ছক্কাবৃষ্টি দেখতে দেখতে অনেকেই স্মৃতিমেদুর হয়ে পড়েছিলেন। মনে পড়ছিল ২০০৭ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের কথা। প্রতিপক্ষ সেই ইংল্যান্ড। ফারাক স্রেফ একটাই। ওইদিন মাঠে অসহায়ভাবে ‘যুবি-শো’ দেখে যাচ্ছিলেন ইংল্যান্ড অধিনায়ক পল কলিংউড। ছারখার হচ্ছিলেন নবাগত স্টুয়ার্ড ব্রড। আর গতকাল অকুল পাথারে বেবাক হতভম্ভ দেখাচ্ছিল জস বাটলারকে। বুঝে পাচ্ছিলেন না কোন অস্ত্রে থামানো যাবে অভিষেককে।
মজার বিষয় হচ্ছে, অভিষেক শর্মার মন্ত্রগুরু কিন্তু যুবরাজই। টিম ইন্ডিয়ার এই উদীয়মান তরুণের মেন্টর তিনি। নিজের হাতে গড়েপিটে তৈরি করেছেন তাঁকে। তাই শিষ্য যুদ্ধক্ষেত্রে বোলারদের নিধন সেরে ফিরলেই ম্যাচ শেষে কুর্নিশ জানাতে ভোলেন না। সিরিজের প্রথম টি-২০-তে ৩৪ বলে ৭৯ রান করার পর অভিষেকের বন্দনা গেয়েছিলেন যুবরাজ। জানিয়েছিলেন কীভাবে তাঁর মাটিঘেঁষা দুটি বাউন্ডারি মন জিতেছে তাঁর।
আর এবার চতুর্থ ম্যাচে স্মরণীয় ইনিংসের পর একইভাবে এক্স-হ্যান্ডেলে ছাত্রকে ভরসা জোগালেন যুবরাজ। লিখলেন: ‘খুব ভালো খেলেছ অভিষেক। ঠিক এখানেই তোমায় দেখতে চাই। তোমার জন্য আমি গর্বিত!’
Well played @IamAbhiSharma4! That's where I want to see you! ???? Proud of you ????????????#IndVSEng
— Yuvraj Singh (@YUVSTRONG12) February 2, 2025
তিন বছর আগে ‘মিশন অভিষেক’ প্রজেক্টের কাজ শুরু করেছিলেন যুবরাজ সিং। একটি সাক্ষাৎকারে নবাগত যুবা ক্রিকেটারটি বলেন, ‘প্রথম সাক্ষাতেই যুবি স্যার বলেছিলেন চলার পথে প্রচুর সংশয় আসবে। কিন্তু মিলিয়ে নিও, তুমি একদিন ভারতের হয়ে খেলবে আর দেশকে ম্যাচ জেতাবে।‘
ভরসা জুগিয়েছিলেন যুবরাজ। ভরসা রেখেছেন অভিষেক।