শেষ আপডেট: 23rd January 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের তরুণ সেনসেশন হলেন অভিষেক শর্মা। বুধবার (২২ জানুয়ারি) রাতে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে তিনি মাত্র ৩৪ বলে ৭৯ রান করেছিলেন। তাঁর এই ইনিংসে ৫ চার এবং ৮ ছক্কা ছিল।
সবথেকে বড় কথা, এই ম্যাচে তিনি ২৩২.৩৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। মাত্র ২০ বলে তাঁর চওড়া ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। তবে অভিষেক শর্মার এই সাফল্যের পিছনে এক মহিলার অবদান অনস্বীকার্য।
ছবিতে যে মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন তাঁর নাম কোমল শর্মা। সম্পর্কে তিনি ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা বোন। বলা ভাল, তিনিই অভিষেকের আসল সাপোর্ট সিস্টেম।
অভিষেক শর্মার বোন কোমল শর্মা ইতিমধ্যে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন। হামেশাই ভাইয়ের খেলা দেখতে তিনি মাঠে হাজির থাকেন। স্ট্যান্ড থেকেই চিয়ার করেন অভিষেককে। সেকারণে অভিষেক যখনই ধামাকাদার ব্যাটিং করেন, তখনই কোমল শর্মাও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।
চলতি বছরের শুরুটা অভিষেক বেশ ধামাকাদার মেজাজেই করলেন। এই ম্যাচ উপভোগ করতে বুধবারও ইডেন গার্ডেন্সের স্ট্যান্ডে উপস্থিত ছিলেন কোমল শর্মা। প্রসঙ্গত, কোমল পেশায় একজন ফিজিওথেরাপিস্ট।
View this post on Instagram
উল্লেখ্য, ১৯৯৪ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন কোমল। অভিষেকের থেকে তিনি ৭ বছরের ছোট। পঞ্জাবের অমৃতসরেই থাকেন তিনি। পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। ২০১৮ সালে অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে জয়পুরের NIMS থেকে মাস্টার ডিগ্রিও অর্জন করেছেন। বর্তমানে অমৃতসরের S.G.R.D. মেডিক্যাল কলেজে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছেন। অভিষেকের ক্রিকেট কেরিয়ারেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।