শেষ আপডেট: 3rd February 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: ২২ গজের লড়াইয়ে যতই ব্যাটিং তাণ্ডব চালান না কেন, নিজের লাভ লাইফ নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা। আসলে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে একজন উঠতি মডেল আত্মহত্যা করেছিলেন। তদন্তের পর পুলিশ জানিয়েছিল, ওই মহিলা নাকি অভিষেক শর্মা ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন।
মৃত মহিলার নাম তানিয়া সিং। গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছিলেন। সুরাটের একটি বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনার তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ। তখনই জানা যায়, হোয়াটসঅ্যাপে অভিষেককে বেশ কয়েকটি মেসেজ করেছিলেন তানিয়া। যদিও ভারতের এই ক্রিকেটার কোনও মেসেজের অবশ্য জবাব দেননি। এরপর জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে থানায় ডেকে পাঠানো হয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, তানিয়ার ফোন নম্বর ব্লক করে রেখেছিলেন অভিষেক শর্মা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁকে আনফলো করে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার। সূত্রের খবর, এই ঘটনার ৬-৭ আগেও নাকি তাঁরা সম্পর্কে ছিলেন। যদিও এই আত্মহত্যার ঘটনার অভিষেককে শেষপর্যন্ত গ্রিন চিট দেওয়া হয়েছিল।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টি-২০ ম্য়াচে বিধ্বংসী ব্যাটিং করেছেন। মাত্র ১৭ বলে তিনি ধামাকাদার হাফসেঞ্চুরি করেন। এরপর কার্যত ফিফথ গিয়ারে অভিষেক ব্যাট করতে শুরু করেন। দেখতে দেখতেই শতরান চলে আসে। দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক দ্রুততম শতরান করলেন।
তাণ্ডবলীলা চালালেন অভিষেক
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে অভিষেক শর্মা কার্যত ব্যাটিং তাণ্ডব চালালেন। মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। ৪.২ ওভারে জেমি ওভারটনের বলে তিনি ছক্কা হাঁকান এবং ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-২০ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ৫০ রান করেন তিনি। এই একই রেকর্ড তাঁর শতরানের ক্ষেত্রেও প্রযোজ্য।
অভিষেকের এই ইনিংসে ১৩ ছক্কা এবং ৭ চার দেখতে পাওয়া গিয়েছে। শেষপর্যন্ত ৫৪ বলে ১৩৫ রান করেন তিনি। সবথেকে বড় কথা, ২৫০ স্ট্রাইক রেটে ব্রিটিশ বোলারদের তিনি কার্যত থেঁতো করে দেন। এর পাশাপাশি পাওয়ার প্লে চলাকালীন ভারতের হয়ে সর্বাধিক ৫৮ রানের রেকর্ডও কায়েম করেছেন তিনি।