শেষ আপডেট: 3rd February 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে ধামাকাদার ব্যাটিং করেছেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা। তাঁর ১৩৫ রানের জ্বালাময়ী ইনিংস ভেঙে দিয়েছে একাধিক রেকর্ড। এই সাফল্য মাঠে বসেই তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন অভিষেকের মা মঞ্জু শর্মা।
ম্যাচ শেষ হতে না হতেই টিম হোটেলে জড়িয়ে ধরলেন ছেলেকে। চোখে তখন আনন্দের জল। এই দিনটার জন্যই তো এতদিন ধরে তিনি অপেক্ষা করেছিলেন। শেষপর্যন্ত অভিষেকের এই সাফল্যের স্বাদ দ্বিগুণ করে দিলেন। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Abhishek Sharma hugging his sister and mother after the match. ????❤️
— ᴅɪᴘᴀᴋ ᴏꜰꜰɪᴄɪᴀʟ ???? (@DipakOfficial25) February 3, 2025
- Moment of the day! ???? pic.twitter.com/1qnHeAGxIy
প্রসঙ্গত, এই ম্যাচ দেখার জন্য অভিষেকের বোন কোমল শর্মাও উপস্থিত ছিলেন। তিনিও দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরেন। বিধ্বংসী শতরানের জন্য শুভেচ্ছাও জানান। ভারতীয় ক্রিকেট দলের এই বাঁ-হাতি ব্যাটার এই ম্য়াচে একগাদা রেকর্ড করেছেন।
উল্লেখ্য, ৩৭ বলে শতরান হাঁকিয়ে বিশ্বের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে নজির কায়েম করেছেন। এর পাশাপাশি টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার হিসেবেও নিজের নাম নথিভূক্ত করেছেন তিনি। অন্যদিকে, একটি টি-২০ ম্য়াচে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় অভিষেক ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন। তিনি রোহিত শর্মার ১০ ছক্কার রেকর্ড হেলায় ভেঙে দিয়েছেন।
প্রসঙ্গত, ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাট করতে নেমেই তাণ্ডবলীলা শুরু করেন অভিষেক। মাত্র ৫৪ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে ১৩৫ রানের ঝকঝকে ইনিংস। এই ইনিংসটা অভিষেক ১৩ বিশাল ছক্কা দিয়ে সাজিয়েছিলেন। এই ব্যাটিংয়ে ভর করেই টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ৯ উইকেটে ২৪৯ রান করেছে। শেষপর্যন্ত ভারত এই ম্য়াচে ১৫০ রানে জয়লাভ করে এবং সিরিজও ৪-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে নেয়।