শেষ আপডেট: 22nd January 2025 22:07
দ্য ওয়াল ব্যুরো : একটা সময় ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেট স্কোয়াডে সুযোগ পাবেন কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু, বছরের প্রথম টি-২০ ম্যাচে তিনি যে ব্য়াটিং করলেন, সেটা যে কার্যত পয়সা উসুল পারফরম্যান্স বলা যেতেই পারে। নাম অভিষেক শর্মা। মাত্র ২২ বলে তাঁর ব্য়াট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে হাফসেঞ্চুরি। যদিও শেষপর্যন্ত ৭৯ রানে তিনি প্য়াভিলিয়নে ফিরে যান। ততক্ষণে ব্রিটিশদের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছেন তিনি। শেষপর্যন্ত ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারত ৭ উইকেটে জয়লাভ করল।
এই ম্যাচে টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে বল করার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরু থেকেই এই ম্যাচের রাশ টিম ইন্ডিয়ার হাতেই ছিল। মহম্মদ সামিকে প্রথম একাদশে না রাখার কারণে সামান্য ফিসফাস শুরু হয়েছিল। কিন্তু, আর্শদীপ সিং সেই অভাব পূরণ করে দেন। পাওয়ার প্লে চলাকালীন জোড়া উইকেট শিকার করে জয়ের ভিতটা তিনি প্রস্তুত করে দেন।
এরপর ইডেনের উইকেটে স্পিনাররা খেল দেখাতে শুরু করেন। বরুণ চক্রবর্তী মাত্র ২৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। ইংল্যান্ডের হয়ে একা লড়াই করলেন অধিনায়ক জস বাটলার। তিনি ৪৪ বলে ৬৮ রান করেন। এছাড়া দলের বাকিরা আর কেউ দাঁড়াতেই পারেননি। বাকিদের রান আর টেলিফোন নম্বরের মধ্যে কোনও পার্থক্য ছিল না। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তারা ১৩২ রানে অলআউট হয়ে যায়।
এরপর ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ওপেন করতে নামেন টিম ইন্ডিয়া। টার্গেট কমই ছিল। একমাত্র অভিষেক ছাড়া ভারতীয় ব্যাটারদের খুব বেশি আর মাথা ঘামাতে হয়নি। সূর্যকুমার যাদব (০), তিলক বর্মা (১৯) এবং সঞ্জু স্যামসন (২৬) কলকাতায় এসে ট্রামের টিকিট কাটলেও, অভিষেক কার্যত বুলেট ট্রেনে চেপে দৌড়তে শুরু করেন। তিনি ৫ চার এবং ৮ ছক্কায় ইংরেজ ক্রিকেটারদের থেকে 'লগান' উসুল করে নেন। সেইসঙ্গে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার এই পারফরম্য়ান্স যে সমর্থকদের অনেকটাই স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে।