শেষ আপডেট: 25th January 2025 07:40
দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক টি-২০ ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট শিবিরে একটি মারাত্মক দুঃসংবাদ আছড়ে পড়ল। ক্রিকবাজের একটি প্রতিবেদন থেকে জানতে পারা গিয়েছে, অনুশীলন চলাকালীন চোট পেয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা। শেষপর্যন্ত তিনি খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। অভিষেকের ডান পায়ের গোড়ালি মুচকে যায়। এরপর তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকে। এই পরিস্থিতিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে অভিষেককে রাখা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম টি-২০ ম্যাচে অভিষেক ৩৪ বলে ৭৯ রান করেছিলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের চিন্তা বেড়ে গিয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত প্রথম টি-২০ ম্যাচে অভিষেক ইংরেজ বোলারদের কার্যত ধুয়ে দিয়েছিলেন। কিন্তু, সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই তিনি চোট পেয়ে যান। ব্য়াটিং অনুশীলন করার সময়েই চোট পেয়েছেন তিনি। ক্রিকবাজে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অভিষেকের ডান পায়ের গোড়ালি মুচকে গিয়েছে। সেকারণে তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে শেষপর্যন্ত তাঁকে মাঠ ছাড়তে হয়। খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যান তিনি। দলের ওপেনারের এমন চোট অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলে দিয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে অভিষেক শর্মা ব্রিটিশ বোলারদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন। এই তরুণ ব্যাটার ঝড়ের গতিতে ব্যাট করেন এবং ইংরেজ বোলারদের পিটিয়ে ছাতু করে দেন। অভিষেক মাত্র ৩৪ বলে ৭৯ রানের এই বিধ্বংসী ইনিংস খেলেন। আর টিম ইন্ডিয়া কার্যত একতরফা ম্যাচে জয়লাভ করে। ২৩২-এর স্ট্রাইক রেটে অভিষেক ৫ চার এবং আটটি আকাশছোঁয়া ছক্কা হাঁকান।
অভিষেকের এই ধামাকাদার ইনিংসের দৌলতে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করে। ভারতীয় স্পিনারদের সামনে ইংরেজ ব্যাটাররা সহজেই নতিস্বীকার করে নেয়। মাত্র ১৩২ রানে তারা অলআউট হয়ে গিয়েছিল। আর টিম ইন্ডিয়া মাত্র ১২.৫ ওভারেই ১৩৩ রানের টার্গেট কমপ্লিট করে ফেলে।