Date : 13th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে কলকাতা টাইগার্স হারলেও দল নিয়ে আশাবাদী কোচ ম্যাকোভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স এখনও উদ্ধার হয়নি, জানাল এয়ার ইন্ডিয়ামহিমা চৌধুরীর মেয়ে আরিয়ানার সৌন্দর্যে বিভোর নেটপাড়া, কেউ বলছেন, 'একেবারে মায়ের মতোই কিউট' ‘দ্য বেঙ্গল ফাইলস’ রিলিজ নিয়ে অনিশ্চয়তার দানা বাঁধছে! পরিচালক বললেন ‘লড়াই করব’অখিলের বিয়েতে নজর কাড়লেন নাগা-শোভিতা জুটি, নায়িকার ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়ইজরায়েলের ‘জাগ্রত সিংহ’ ইরানের পরমাণু কেন্দ্রে আঁচড় কাটতে ব্যর্থ হল কেন?বিধানসভায় নজিরবিহীন সিকিউরিটি চেকিং! মন্ত্রী থেকে বিধায়ক, গাড়ির বনেট, ডিকি খুলে তল্লাশিবিদ্যুতের বিল বাঁচাতে সৌরশক্তির ব্যবহার! আলিপুর মহিলা সংশোধনাগারে বড় উদ্যোগ১০ মিনিট দেরিতে পৌঁছনোয় মিস করেন ফ্লাইট! 'গণপতি বাপ্পা বাঁচিয়েছেন,' বলছেন তরুণীমৌমাছি গিলে ফেলাই হল কাল! হার্ট অ্যাটাকে মৃত্যু করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের
Abhishek Banerjee

'স্বপ্ন থেকে বাস্তব', নিজের ক্লাবের সাফল্যে উচ্ছ্বসিত অভিষেক

আবির্ভাবের কয়েক বছরের মধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandopadhyay) দল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)।

'স্বপ্ন থেকে বাস্তব', নিজের ক্লাবের সাফল্যে উচ্ছ্বসিত অভিষেক

শেষ আপডেট: 27 April 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: আবির্ভাবের কয়েক বছরের মধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandopadhyay) দল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। মোহনবাগানকে আই লিগ জেতানো কোচ কিবু ভিকুনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে আগেই চমক দিয়েছিল এই দল। শেষ কলকাতা লিগেও তারা চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছিল। এবার তারা হয়েছে আই লিগ-২ চ্যাম্পিয়ন (I League-2 Champion)।

গত শনিবার আইজলের মাঠে চানমারি এফসিকে ১–০ গোলে হারিয়ে আই লিগ-২-তে চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার। তারে আগে একই মরশুমে আই লিগ থ্রি-ও চ্যাম্পিয়ন হয়েছিল কিবুর ছাত্ররা। একই মরশুমে আই লিগের দু’টি সংস্করণে এর আগে চ্যাম্পিয়ন হতে পারেনি আর কোনও ক্লাব। এবার ডায়মন্ড হারবার এফসি খেলবে আই লিগে।

চ্যাম্পিয়ন হয়ে গেলেও আরও একটি ম্যাচ বাকি ছিল ডায়মন্ড হারবারের। শনিবার সেই ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে এফসি বেঙ্গালুরুকেও হারিয়ে দিয়েছে কিবুর ছাত্ররা। ওই ম্যাচের পর ডায়মন্ড হারবারের সাংসদ তথা ডিএইচএফসির কর্ণধার অভিষেক বন্দোপাধ্যায় দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

ইন্সটাগ্রামে দলকে শুভেচ্ছা জনিয়ে অভিষেক লেখেন, 'আই লিগ-২-এর 'স্বপ্ন থেকে বাস্তব -ডিএইচএফসি এই মুহূর্ত আমাদের। আর এটা সবে শুরু। প্রতিটি ঘামের বিন্দু, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি মুহূর্ত আমাদের এখানে নিয়ে এসেছে। ডায়মন্ড হারবার এফসি চ্যাম্পিয়ন। বাংলার গর্ব ডিএইচএফসি।'

এই পোস্টের সঙ্গে আই লিগ-২ চ্যাম্পিয়নশিপ ট্রফি-সহ নিজের ছবিও পোস্ট করেছেন অভিষেক।


ভিডিও স্টোরি