শেষ আপডেট: 23rd July 2024 12:16
দ্য ওয়াল ব্যুরো: ২০০৬ সালের বেজিং অলিম্পিক্সে তিনি যা করেছিলেন, সেটি ছিল ভারতীয় ক্রীড়া মানচিত্রের একটা বিশেষ মাইলফলক। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক্সে প্রথম সোনা পেয়েছিলেন বিন্দ্রা। তিনি শুটিংয়ে প্রথম সোনা এনে দিয়েছিলেন দেশকে।
অভিনব বিন্দ্রা হলেন ভারতের সোনার ছেলে। মিলখা সিং যা পারেননি, পিটি ঊষা যা করে দেখাতে পারেননি, বিন্দ্রা সেটি করে দেখিয়েছিলেন। তিনি সোনা এনে দেশকে গর্বিত করেছিলেন।
প্রথম সবকিছুর একটা আলাদা মাহাত্ম থাকে। অলিম্পিক্স কমিটির কাছেও বিন্দ্রা হয়ে গিয়েছেন কিংবদন্তি। তারা সম্প্রতি প্যারিসে এক বৈঠকের মাধ্যমে ভারতীয় শুটারকে দিয়েছেন অলিম্পিক্স অর্ডার অব মেরিট। আগামী ১০ অগস্ট প্যারিসে হবে অলিম্পিক্সের কর্মসমিতির বৈঠক। ওই সভা শেষে বিন্দ্রার হাতে স্মারক তুলে অভিনন্দন জানানো হবে।
আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) সভাপতি থমাস বাখ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘বিন্দ্রা হলেন কিংবদন্তির কিংবদন্তি। তিনি এক খ্যাতনামা ক্রীড়াবিদ। তিনি যেভাবে নিজের ক্যারিশমা বজায় রেখেছেন, তা অতুলনীয়। তাঁকে অলিম্পিক্স অর্ডার সম্মান জানিয়ে আমরাই ধন্য। প্যারিসে আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রিব হয়ে রয়েছি।’’
বিন্দ্রা বেজিংয়ে সোনা এনে দেওয়ার পরে ভারতীয় ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। তারপর থেকে সোনা প্রাপ্তির সংখ্যাও বেড়েছে ভারতের। তাঁর সোনা ভারতের ক্রীড়াবিদদের মনের জোর বাড়িয়ে দিয়েছিল।