অলিম্পিক্সের মঞ্চে অভিনব বিন্দ্রা।
শেষ আপডেট: 11th August 2024 08:29
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ক্ষুরধার শ্যুটার অভিনব বিন্দ্রা আরও একবার নজির গড়লেন প্রথম ভারতীয় হিসেবে। অলিম্পিক অর্ডারে সম্মানিত হলেন তিনি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সর্বোচ্চ পুরস্কার হল এই অলিম্পিক অর্ডার। অলিম্পিকের প্রতি কোনও অ্যাথলিটের সার্ভিসকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার পেয়ে ভারতের মাথা আরও অনেকটা উঁচু করে দিলেন ভারতীয় অলিম্পিক গেমসের কিংবদন্তি অভিনব। তিনিই স্বাধীন ভারতের ইতিহাসের প্রথম অ্যাথলিট, যাঁর হাত ধরে ভারত প্রথম ব্যক্তিগত সোনা জিতেছিল অলিম্পিক গেমসে। অলিম্পিকে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতি দিল কমিটি।
২০০৬ সালের বেজিং অলিম্পিক্সে অভিনব যা করেছিলেন, সেটি ছিল ভারতীয় ক্রীড়া মানচিত্রের একটা বিশেষ মাইলফলক। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক্সে প্রথম সোনা পেয়েছিলেন বিন্দ্রা। তিনি শুটিংয়ে প্রথম সোনা এনে দিয়েছিলেন দেশকে।
অভিনব বিন্দ্রা এই মুহূর্তে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলিট কমিশনের অন্যতম সদস্য। গত মাসেই বিন্দ্রাকে সর্বোচ্চ পুরস্কারটি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ বোর্ড। এর পরেই আইওসির সভাপতি টমাস বাখের তরফে একটি চিঠি লেখা হয় অভিনব বিন্দ্রাকে, তাতে এই সম্মানের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বাখ লেখেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আইওসির এক্সিকিউটিভ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক গেমসে আপনার অনবদ্য সার্ভিস দেওয়ার কারণে আপনাকে অলিম্পিক অর্ডার সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আপনাকে এই পুরস্কারের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সঙ্গে প্যারিসে দেখা করতে অপেক্ষায় রয়েছি।'
এর পরে প্যারিসে গতকাল, ১০ অগস্ট বসেছিল আইওসির এক্সিকিউটিভ কমিটির মিটিং। সেখানেই এই সম্মান দেওয়া হয়েছে অভিনব বিন্দ্রাকে। পুরস্কারের মঞ্চে বিন্দ্রা বলেন, 'সেই কোন ছোটবেলা থেকে অলিম্পিক্সের রিংগুলো দেখছি, এগুলোই একসময়ে আমার জীবনের অর্থ ছিল। আজ সেই মঞ্চে এত বড় সম্মান পেয়ে আমি আপ্লুত।'
দেখুন ভিডিও।
India's first individual Olympic gold medalist, IOC Athletes' Commission Vice-Chair @Abhinav_Bindra has been bestowed with the prestigious Olympic Order, in recognition of his outstanding contribution to the Olympic Movement. pic.twitter.com/j0hbtCqAPy
— IOC MEDIA (@iocmedia) August 10, 2024