শেষ আপডেট: 13th March 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। তবে এই টুর্নামেন্ট চলাকালীন রোহিত শর্মার অবসর নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল। তবে আপাতত সেই জল্পনায় কিছুটা হলেও ফুলস্টপ পড়েছে। খেতাব জয়ের পর রোহিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই এই ফরম্যাট থেকে তিনি অবসর গ্রহণ করবেন না।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা বেশ ভাল পারফরম্যান্স করেছেন। ফাইনাল ম্যাচে তিনি ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। রোহিতের ব্যাট থেকে ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস বেরিয়ে আসে। রোহিতের ব্যাট থেকে ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস বেরিয়ে আসে। এবার রোহিতের অবসর নিয়ে বড়সড় মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তিনি মনে করেন, হিটম্যান বর্তমানে যে ফর্মে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অবসর গ্রহণ করার কোনও মানেই হয় না।
নিজের ইউটিউব চ্যানেলে এবি ডিভিলিয়ার্স বললেন, 'রোহিত কেন অবসর নেবে? ও শুধুমাত্র অধিনায়ক হিসেবে নয়, ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার হিসেবেও দুর্দান্ত ফর্মে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৭৬ রান করে এবং টিম ইন্ডিয়ার জয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'টিম ইন্ডিয়া যত চাপের মুখে পড়ে, রোহিতের অধিনায়কত্ব ততই শানিত হয়ে ওঠে। এখন রোহিতের অবসর গ্রহণ করার প্রয়োজনই নেই। এমনকী, এই ব্যাপারে কোনও আলোচনারও প্রয়োজন নেই। রোহিতের রেকর্ডই ওর দক্ষতার প্রমাণ দেয়।'
রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া গত ৯ মাসে টিম ইন্ডিয়া জোড়া আইসিসি ট্রফি জয় করেছে। ২০২৪ সালে রোহিতের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছিল রোহিত ব্রিগেড। এরপর ২০২৫ সালে রোহিতের ক্যাপ্টেন্সিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল ভারত। রোহিতের অধিনায়কত্ব ইতিমধ্যে যথেষ্ট প্রশংসিত হয়েছে।