শেষ আপডেট: 28th January 2025 20:10
দ্য ওয়াল ব্যুরো : ৩ ওভারে ৮ রান সঙ্গে ৪ উইকেট। মাত্র ৬ বলেই ছারখার করে দিলেন বিপক্ষের মিডল অর্ডার। ১৭ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেটারের দাপটেই মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলল ভারতীয় ক্রিকেট দল। আয়ুশীর বিধ্বংসী বোলিং দাপটে স্কটল্যান্ডের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
এই ম্য়াচে ২০৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমেছিল স্কটল্যান্ড। কিন্তু, মাত্র ৫৮ রানেই তারা অলআউট হয়ে যায়। আয়ুশীর পাশাপাশি বৈষ্ণবী শর্মাও ৩ উইকেট শিকার করেছেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ১৫০ রানে জয়লাভ করল।
২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে স্কটল্যান্ডের গোটা দল কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দলের ৭ ব্যাটার তো দুই অঙ্কের রানই স্পর্শ করতে পারলেন না। আয়ুশী তাঁর চার ওভারের স্পেলে মাত্র ৮ রান খরচ করে চারটে গুরুত্বপূর্ণ উইকেটে তুলে নেন। তার থেকেও বড় কথা, তিনি একই ওভারে তিনটে উইকেট শিকার করলেন।
স্কটিশ ইনিংসের দশম ওভারে বল করতে আসেন আয়ুশী। দ্বিতীয় বলে তিনি শার্লট নেবার্টকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। পরের বলে আউট হয়ে যান এমি ওয়াল্ডি। ওভারের পঞ্চম বলে আয়ুশী তাঁর ঘূর্ণির জালে ফাঁসালেন গ্যাব্রিয়েলা ফন্টেলাকে। এই ম্য়াচে আয়ুশী হ্যাটট্রিক করতে নাম পারলেও, স্কটল্যান্ডের মিডল অর্ডারকে কার্যত তছনছ করে দিলেন।
মধ্য প্রদেশের বাসিন্দা আয়ুশী। ইতিপূর্বে এশিয়া কাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। ২০০৭ সালের ৭ অগাস্ট ইন্দোরে জন্মগ্রহণ করেন আয়ুশী। এই টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত ৫ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে তৃষা গোঙ্গাডি দুর্দান্ত ব্যাট করলেন। তৃষার ব্যাট থেকে একটা ঝকঝকে শতরান বেরিয়ে এসেছে। তৃষাই প্রথম ব্যাটার যিনি মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে শতরান হাঁকালেন। এই ম্য়াচে তৃষা ৫৯ বলে ১১০ রানে অপরাজিত ছিলেন। এই ইনিংসে তিনি ১৩ চার এবং চারটে আকাশছোঁয়া ছক্কা হাঁকিয়েছেন।