আকিব জাভেদ-জেসন গিলেসপি
শেষ আপডেট: 6th March 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেট টিমের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদকে ‘ভাঁড়’ বলে সম্বোধন করলেন প্রাক্তন অস্ট্রেলীয় বোলার তথা পাকিস্তানের প্রাক্তন কোচ জেসন গিলেসপি।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ স্তর থেকেই বিদায় নেয় পাকিস্তান। আয়োজক দেশ হয়েও একের পর এক লজ্জার পারফরম্যান্স, বিশেষ করে টিম ইন্ডিয়ার হাতে পরাজয়কে ভাল চোখে নেয়নি পড়শি মুলুকের সমর্থকেরা। দলের খোলনলচে বদলের ডাক দেওয়া হয়। টুর্নামেন্ট চলাকালীনই ঘোষিত হয় আসন্ন নিউজিল্যান্ড সফরের টিম৷ যেখানে টি-২০ স্কোয়াড থেকে বাবর আজম, মহম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় খেলোয়াড়রা বাদ পড়েন। ওয়ান ডে থেকে ছেঁটে ফেলা হয় তারকা পেসার শাহিন শা আফ্রিদিকেও।
যদিও এই বদলকে খুশি মনে স্বাগত জানাননি আকিব জাভেদ। যাঁর জমানা, চুক্তির শর্ত অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি খতমের পরই শেষ হওয়ার কথা। তবে কোচ হিসেবে উপযুক্ত কাউকে পাওয়া যায়নি বলে এখনও স্বপদে বহাল আছেন। এমনকী নিউজিল্যান্ড সিরিজেও ড্রেসিংরুমে বসবেন বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে পরিবর্তনের নেতিবাচকতা নিয়ে সরব হয়েছেন আকিব। তিনি বলেন, ‘আমরা গত দু’বছরে ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক বদল করেছি। এই ফর্মুলা দুনিয়ার যে কোনও টিমে কাজে লাগানোর চেষ্টা করলে একই ফল ফলবে৷ যতদিন পর্যন্ত না আগা থেকে গোড়া ধারাবাহিকতা দেখা দিচ্ছে, দল এগোবে না।’
আর তাঁর এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন জেসন গিলেসপি৷ জাভেদের বক্তব্যকে ‘হাস্যকর’ এবং তাঁকে মানুষ হিসেবে ‘ভাঁড়’ বলে দেগে দেন। প্রাক্তন অজি পেসার বলেন, ‘এটা সত্যিই মজার। আকিব আসলে গ্যারি (কার্স্টেন) এবং আমায় সবকিছুর মূলে দায়ী করে নিজে সমস্ত ফরম্যাটে কোচ হওয়ার ক্যাম্পেন চালিয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, গত বছর এপ্রিলে গিলেসপিকে পাকিস্তানের টেস্ট টিমের কোচ হিসেবে নিযুক্ত করা হয়। দু’বছরের মেয়াদ থাকলেও আট মাস বাদেই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন তিনি। এর দু'মাস পর সরে দাঁড়ান ওয়ান ডে টিমের কোচ গ্যারি কার্স্টেন।