আকিব জাভেদ
শেষ আপডেট: 27th February 2025 14:29
দ্য ওয়াল ব্যুরো: মিডিয়ায় খবর চাউর হয়েছিল, তিনি নাকি খেলোয়াড়দের বকাঝকা করেছেন। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভরাডুবির পর পাকিস্তানের (Pakistan) অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ (Aaqib Javed) জানিয়ে দিলেন, সবই অসত্য। সবই রটনা। বকাবকি তো দূরের কথা। তিনি খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে টিমকে ফিরে আসার রাস্তা দেখাতে চাইছেন।
প্রথমে ঘরের মাটিতে নিউজিল্যান্ড। তারপর দুবাইয়ের ময়দানে ভারত। দুটি ম্যাচেই লজ্জার হার হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে পাকিস্তান। প্রায় ৩০ বছর বাদে দেশে এত বড় মাপের আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিল তারা। অথচ গ্রুপের গণ্ডীই পেরোতে ব্যর্থ বাবর আজমরা। এই বিপর্যয়ের জন্য আসলে দায়ী কে—তাই নিয়ে দেশের ক্রিকেট মহলে শুরু হয়েছে দোষারোপ-পাল্টা দোষারোপের পালা। কেউ টিম ম্যানেজমেন্ট, কেউ মহসিন নাকভির মতো ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, কেউ বাবর আজমের মতো তারকা খেলোয়াড়কে খলনায়ক হিসেবে দেগে দিয়েছেন।
এই আবহেই জানা যায়, দলের পারফরম্যান্সে বেজায় নাখুশ টিমের কোচ আকিব জাভেদ। যে কারণে তিনি খেলোয়াড়দের বকাবকি করেছেন। যদিও এই খবরটি মানতে নারাজ আকিব। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের মোটেও বকি না। আমাদের সংস্কৃতিতে শিক্ষক বকেন, মারেন, গালি দেন। আমি এই সংস্কৃতিতে বিশ্বাস করি না। আমি ক্রিকেটারদের সম্মান করি। তুমি তাঁদের সাহায্য করতে পারো। তাঁরা যখন প্র্যাকটিস করে, তখন পাশে দাঁড়াতে পারো। আমি কাউকে মারার বা বকার তত্ত্বে বিশ্বাসী নই।‘
এই প্রসঙ্গে শুধুমাত্র খেলোয়াড় নয়, নিজের দেশের ক্রিকেট বোর্ডকে নিয়েও খোলাখুলি আলোচনা করেছেন জাভেদ। তাঁর মতে, ৪ থেকে ৫ বছর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে একটা রদবদল আসে। যে কারণে যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগবে। এত দ্রুত ইতিবাচক ফল আশা করা যায় না। বিশ্বক্রিকেটের বাকি বোর্ডগুলির সঙ্গে তুলনা করলেই এই ফারাক চোখে পড়বে। সাফ দাবি পাক কোচের।