শেষ আপডেট: 30th March 2024 21:11
দ্য ওয়াল ব্যুরো: কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাটিং নিয়ে সমালোচনাও হচ্ছে। বলা হচ্ছে, কোহলি ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলতে পারেন, কিন্তু তাঁর ব্যাটিংয়ে রান তোলার প্রবণতা কম ছিল। কোহলির ব্যাটিংয়ের সমালোচনা করেছেন বিশিষ্ট ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া।
কেকেআরের বিরুদ্ধে ম্যাচে পাওয়ার প্লে ভালভাবে কাজে লাগাতে পারেননি বিরাট। সেই কথা উল্লেখ করে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেছেন, কোহলির মতো অভিজ্ঞ তারকার উচিত ছিল পাঁচ ওভারের মধ্যেই রানকে আশির কাছাকাছি নিয়ে যাওয়া। তাতে মোট রানও দুশোর অনেক বেশি হতো।
ভারতীয় দলের প্রাক্তন ওপেনারের আরও ব্যাখ্যা, বেঙ্গালুরু ড্রেসিংরুমে কোচ যা করতে পারেননি, সেটাই করে দেখিয়েছেন নাইটদের মেন্টর গৌতম গম্ভীর। তিনি ওপেনে নামিয়েছেন নারিনকে, যিনি শুরু থেকেই মারতে শুরু করে দিয়েছেন। এমনকী অন্য ওপেনার ফিল সল্টও বিধ্বংসী ছিলেন।
আকাশ বলেছেন, নারিন-সল্ট মিলে প্রথম পাঁচ ওভারে ৮৫ রান তুলেছেন, ওখানেই খেলা শেষ করে দিয়েছেন। টি ২০ ক্রিকেটে পাওয়ার প্লে-র সুবিধেকে কাজে লাগাতে পারলে কোহলি ম্যাচ জেতাতে পারত। বাকি ব্যাটারদের পাশেও পেয়েছিল। কারণ ম্যাক্সওয়েল ও গ্রিনকে জুটি হিসেবে পেয়েছিলেন কোহলি। তারপরেও দলের রানকে বড় করতে পারেনি আরসিবি, তাতেই এমন ঘরের মাঠে লজ্জার হার।