Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
RCB Fans' Tribute to Virat Kohli

চিন্নাস্বামীর গ্যালারিতে উঠবে সাদা জার্সির ঢেউ, ‘বিদায়ী রাজা’ বিরাটকে কুর্নিশ জানাতে আরসিবি সমর্থকদের অভিনব আয়োজন

আইপিএলের শুরুর মরশুম থেকেই আরসিবির জার্সিতে মাঠে নেমেছেন বিরাট। দল একবারও ট্রফি জেতেনি। নিজে ফর্মের তুঙ্গ স্পর্শ করেছেন। নিলামের আগে অন্য ফ্র্যাঞ্চাইজিদের তরফে প্রলোভনও এসেছে। কিন্তু বেঙ্গালুরুর হাত ছেড়ে অন্যত্র পা বাড়াননি বিরাট।

চিন্নাস্বামীর গ্যালারিতে উঠবে সাদা জার্সির ঢেউ, ‘বিদায়ী রাজা’ বিরাটকে কুর্নিশ জানাতে আরসিবি সমর্থকদের অভিনব আয়োজন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 May 2025 05:40

দ্য ওয়াল ব্যুরো: বিহ্বল দশা কেটে গিয়েছে। এখন সময় বিদায়ী রাজাকে কুর্নিশ ও সম্মান জানানোর।

বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে আকস্মিক অবসরের (Virat Kohli Retirement) ঢেউ এবার আছড়ে পড়তে চলেছে আইপিএলের ময়দানে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ম্যাচে আরসিবির (RCB) সাবেকি লালরঙা জার্সি নয়, বদলে ভারতীয় ক্রিকেট টিমের ঐতিহ্যবাহী সাদ জার্সির (White Jersey) রেপ্লিকায় ছেয়ে যেতে চলেছে চিন্নাস্বামীর গ্যালারি। বেঙ্গালুরু সমর্থকদের একটা অংশের আর্জি, যেখানে তাঁরা সমস্ত বিরাট অনুরাগীকে সাদা জার্সি গায়ে মাঠে আসার অনুরোধ জানিয়েছেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি ও সীমান্ত সংঘর্ষের জেরে সুরক্ষার কথা মাথায় রেখে আইপিএল (IPL 2025) সাময়িকভাবে স্থগিত রাখা হয়। সংঘর্ষবিরোধী চুক্তি কার্যকর হওয়ার পর পরিস্থিতি যখন আগের চাইতে অনেকটা শান্ত, তখন ফের শুরু হচ্ছে আইপিএল। তবে বদলে গেছে ভেন্যু এবং ম্যাচের দিনক্ষণ।

১৭ তারিখ, শনিবার, বেঙ্গালুরুর ঘরের মাঠে আরসিবির সামনে কেকেআর। এ বছর টেবিলের দু’প্রান্তে দুই দল। একদিকে বিরাটের বেঙ্গালুরু। প্লে-অফে ওঠা মোটামুটি পাকা। অন্যদিকে নক আউটের রাস্তা থেকে মোটামুটি ছিটকে গিয়েছে কলকাতা। তবে অঙ্কের বিচারে যতটুকু ক্ষীণ আশা বেঁচে রয়েছে, তাকে জিইয়ে রাখতে হলে শনিবারের লড়াই জিততেই হবে।

কিন্তু মধ্যের কয়দিনে ভারতীয় ক্রিকেটে এমন ভয়ানক ও বিস্ময়কর ভোলবদল হয়েছে যে, আইপিএলকে ছাপিয়ে উঠেছে দুই ক্রিকেট তারকার অবসর। একজন রোহিত, আরেকজন বিরাট। পাঁচদিনের মাথায় দুই ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন। সেই নিয়ে বিতর্ক, প্রশ্ন আর সংশয়ের ঢেউ উথলে উঠেছে বিশ্বের ক্রিকেট মহলে।

ব্যতিক্রম নয় আইপিএল। ব্যতিক্রম নন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরাও। আইপিএলের শুরুর মরশুম থেকেই আরসিবির জার্সিতে মাঠে নেমেছেন বিরাট। দল একবারও ট্রফি জেতেনি। নিজে ফর্মের তুঙ্গ স্পর্শ করেছেন। নিলামের আগে অন্য ফ্র্যাঞ্চাইজিদের তরফে প্রলোভনও এসেছে। কিন্তু বেঙ্গালুরুর হাত ছেড়ে অন্যত্র পা বাড়াননি বিরাট।

এবার দলের সেই একনিষ্ঠ সৈনিককে কৃতজ্ঞতা ও সম্মান জানাতে অভিনব উপায় বেছে নিলেন আরসিবি সমর্থকরা। একটি বার্তা ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে লেখা: ‘আরসিবির আগামী ম্যাচে আপনারা কি বিরাটকে সম্মান জানানোর উদ্দেশ্যে তাঁর অনুরাগীদের টেস্টের সাদা জার্সি গায়ে মাঠে আসার জন্য অনুরোধ করতে পারবেন? বিরাট আমাদের টেস্ট ক্রিকেটকে ভালবাসতে শিখিয়েছেন। এই আয়োজন প্রামাণ করবে, বিরাটের কৃতিত্ব পরিসংখ্যান ছাপিয়ে অনেক দূর… সমর্থকদের হৃদয় পর্যন্ত বিস্তৃত।‘

এই উদ্যোগকে সফল করতে আরসিবি সমর্থকেরা ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে সাদা টি-শার্ট বিলিরও উদ্যোগ নিয়েছেন। যাঁদের কাছে এই বার্তা পৌঁছবে না, তাঁরাও যাতে বিরাট-বন্দনায় সামিল হতে পারেন, সেই কারণেই এমন অভিনব আয়োজন। অনেক ইনফ্লুয়েন্সার ও ফ্যান পেজ ইতিমধ্যে গোটা কর্মকাণ্ডের বিষয়টি নিজেদের হ্যান্ডেল থেকে ছড়িয়ে দেওয়া শুরু করেছেন।


ভিডিও স্টোরি