শেষ আপডেট: 10th September 2021 09:19
দ্য ওয়াল ব্যুরো: মেঘের আড়াল থেকে সম্ভাবনা উঁকি মেরেছিল বটে। কিন্তু শেষ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে পঞ্চম টেস্ট হল না। করোনা জুজুতে বাতিলই হয়ে গেল ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ফলে কৌতূহল তৈরি হল, তাহলে কি ভারত টেস্ট সিরিজ জিতে গেল? কেন না পাঁচ টেস্টের সিরিজের চারটির মধ্যে প্রথম টেস্ট ড্র হয়েছিল। দ্বিতীয় টেস্ট জেতে ভারত। তৃতীয় টেস্টে আবার সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। চতুর্থ টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন ঘটায় ভারতীয় ক্রিকেট দল। ফলে পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় সিরিজ কাদের দিকে যাবে তা এখন দেখার। কেন না হিসেব অনুযায়ী ভারতেরই টেস্ট সিরিজ জেতার কথা। যদিও এ ব্যাপারে শুক্রবার ভারতীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত চূড়ান্ত ঘোষণা হয়নি। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার। তাঁর সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি এবং ইশান্ত শর্মা। রাতে ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ম্যাচ বাতিল করার প্রস্তাব দিয়েছিল। তাতে সিরিজটাই বাতিল হয়ে যেত। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা বিরাট কোহলিরা তেমনটা চাননি। শুক্রবার তাই মাঠে নামার কথা ছিল দুই দলের। কিন্তু শেষ পর্যন্ত তা হল না এখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যদি সিরিজকে বাতিল ঘোষণা করে তাহলে আর ব্রিটিশ বধের সাধ মিলবে না কোহলিদের।