শেষ আপডেট: 9th March 2025 09:01
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ফের সক্রিয় ক্রিকেট বেটিং চক্র, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বড়সড় অভিযানে পাঁচ বুকি-কে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ফাইনাল ম্যাচে প্রায় ৫,০০০ কোটি টাকার বাজি ধরা হয়েছে। এমনকি এই বেটিং চক্রের সঙ্গে দুবাইতে থাকা দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’র যোগসূত্রও উঠে এসেছে তদন্তে।
ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে পারভীন কোচর ও সঞ্জয় কুমার নামে দুই বুকিকে গ্রেপ্তার করা হয়। পরে ধরা পড়ে মনীশ সাহানি, যোগেশ কুকেজা ও সুরজ। এদের সবার সঙ্গেই দুবাইয়ের সংযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের কাছ থেকে ২২ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, পারভীন কোচর লাকিডটকম নামের একটি বেটিং ওয়েবসাইট থেকে মাস্টার আইডি কিনতেন। এরপর সেই আইডি ব্যবহার করে নতুন বেটিং আইডি তৈরি করে সেগুলো বুকিদের কাছে বিক্রি করতেন। প্রতিটি লেনদেন থেকে ৩ শতাংশ কমিশন নিত চক্রটি। ম্যাচ চলাকালীন বেটিং রেটের ভিত্তিতে নোটপ্যাডে হিসাব রাখা হতো।
পারভীন স্বীকার করেছেন যে, প্রতিটি ম্যাচে তিনি ৪০ হাজার টাকা পর্যন্ত লাভ করতেন এবং এই পুরো চক্রটি দুবাই থেকে পরিচালিত হয়। মনীশ সাহানি ছিলেন এই সিন্ডিকেটের মূল অপারেটর। তিনি বাজি ধরাদের কণ্ঠস্বর রেকর্ড করতেন এবং নগদ বা ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতেন। এই চক্রের আরও কারা জড়িত রয়েছে, তা খুঁজে বের করতে তৎপর দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।