শেষ আপডেট: 25th January 2025 21:18
দ্য ওয়াল ব্যুরো : কলকাতায় আয়োজিত প্রথম টি-২০ ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দল হেরে গিয়েছিল। এই হারের পর ব্রিটিশ ব্যাটার হ্যারি ব্রুক দাবি করেছিলেন যে এত নাকি কুয়াশা ছিল, যে কারণে বলই ঠিক করে তিনি দেখতে পাননি। হ্যারির এই মন্তব্য ভালোভাবে গ্রহণ করতে পারেননি ভারতীয় ক্রিকেট সমর্থকরা। বিশেষ করে ইংল্যাান্ডের এই অজুহাত শোনার পর তাঁরা রাগে ফুটতে শুরু করেছিল। এবার দ্বিতীয় টি-২০ ম্যাতে হ্যারিকে ইটের জবাব পাটকেল দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রবি শাস্ত্রী এবং সুনীল গাভাসকার।
প্রসঙ্গত, চেন্নাইতেও ভারতীয় মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর জালে পা দিয়েছেন হ্যারি ব্রুক। মাত্র ১৩ রান করেই তিনি ক্লিন বোল্ড হয়ে যান। চলতি সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার বরুণের শিকার হলেন হ্যারি। এখনও তিনি ভারতীয় স্পিনারের বল বুঝেই উঠতে পারেননি। হ্যারি যখন আউট হন, সেইসময় ইংরেজি ভাষায় কমেন্ট্রি করছিলেন রবি শাস্ত্রী। তিনি বলেন, 'আরও একবার। সেই বরুণ চক্রবর্তী। এবার অনন্ত আর কুয়াশার দরকার পড়েনি। ব্যাট আর প্য়াডের মাঝে চওড়া ফাঁক দিয়ে বলটা গলে গেল। আর স্টাম্প কার্যত ছিটকে দিল।'
সুযোগ বুঝে মনের জ্বালা মিটিয়ে নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকারও। হ্যারিকে উদ্দেশ্য করে তিনি বললেন, 'কী বলেছিলে মনে আছে তো! চেন্নাইয়ের আলো কিন্তু অনেকটাই উজ্জ্বল। হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে সামান্য কুয়াশা ছিল। কিন্তু, এখানে তো আর নেই। বলটা আসলে তুমি বুঝতেই পারোনি। অফ স্টাম্পের উপর দিয়ে খেলতে গিয়েই ভুলটা করে ফেললে। ১৩ রানে আউট হ্যারি। ৫৯ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড। মনে হচ্ছে বরুণ বোধহয় ওর দিকেই তাকিয়ে রয়েছে। দেখার চেষ্টা করছে, কোথাও কোনও কুয়াশা আছে কি না।'
Ravi Shastri - Harry Brook don't need the smog tonight It sneaked through
— ????????????????????ℎ????☆•° (@11eleven_4us) January 25, 2025
Sunil Gavaskar : Varun Chakravarthy might be asking if there's any smog?pic.twitter.com/6FYkDdAtse
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টস হেরে ইংল্য়ান্ড প্রথমে ব্যাট করতে নেমেছিল। তারা ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। দলের হয়ে সর্বাধিক রান করেন অধিনায়ক জস বাটলার (৪৫)। এই ম্যাচেও ভারতীয় স্পিনারদের দাপট দেখতে পাওয়া গেল। দুটো করে উইকেট শিকার করেছেন বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া এবং অভিষেক শর্মা।