এমএস ধোনি-রোহিত শর্মা
শেষ আপডেট: 7th March 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: দুজনেই অধিনায়ক হিসেবে ভারতকে ফাইনালে নিয়ে গেছেন, ফাইনাল জিতেওছেন। বিশেষ করে আইসিসি টুর্নামেন্ট, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁদের। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা—একজন প্রাক্তন, অন্যজন বর্তমান। পরিসংখ্যানের উপর-নীচ মিলেমিশে রয়েছে তাঁদের কেরিয়ারে।
রোহিত ও ধোনি—দুজনেই ব্যাটিং লাইন আপের দুটো গুরুত্বপূর্ণ জায়গার স্তম্ভ। একজন ওপেনে, দায়িত্ব জমকালো শুরুয়াতের। অন্যজনের কাজ ফিনিশারের। কিন্তু কেরিয়ারে তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে নামা দুই ব্যাটসম্যানের মিল এক জায়গায়: ব্যক্তিগতভাবে কেউই সেভাবে রান পাননি। ধোনির ঝুলিতে রয়েছে ৯৫ রান। গড় ৪৭.৫০, স্ট্রাইক রেট ৯৫.৯৫। রোহিত করেছেন ৫৬ রান। গড় ১৮.৬৬, স্ট্রাইক রেট ১১৬.৬৬। ধোনি ব্যাটিং অর্ডারে অনেকটা পরে নামতেন। ফলে তাঁর তিন ম্যাচে ১০০-র নীচে করা রানকে একভাবে ব্যাখ্যা করা গেলেও রোহিতের ৫৬ রানকে সমালোচকেরা একহাত নিয়েছেন। নক আউটে ভারতের ওপেনারদের আগেভাগে আউট হওয়াটা টিম ইন্ডিয়ার পুরোনো রোগ। রোহিত যেহেতু ওপেনিংয়ে নেমেছেন, এখনও নামেন, তাই সিংহভাগ সমালোচনা তাঁর দিকে ধেয়ে এসেছে।
বিশ্বকাপে দুই ক্রিকেটার অংশ নিয়েছেন। নেমেছেন দু’বার। ২০১১ বিশ্বকাপে রোহিত দলে ছিলেন না। অন্যদিকে তেইশের বিশ্বকাপের আগেই ধোনি অবসর নেন। শেষ বিশ্বকাপে ঘরের মাঠে ৪৭ রান করে আউট হন রোহিত। দুর্দান্ত শুরু করেও উইকেট ছুড়ে আসেন তিনি। ছন্দ হারায় ভারত, ম্যাচও। অন্যদিকে ধোনি এগারোর বিশ্বকাপ ফাইনালে ফর্মে থাকা যুবরাজকে সরিয়ে নিজে ব্যাটিং অর্ডারে উপরে উঠে এসেছিলেন। শ্রীলঙ্কার স্পিনারদের মোকাবিলা করে ভারতকে জয়ের সরণিতে নিয়ে আসেন এবং শেষে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কাপ্টেন কুল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদিও দুজনই একসঙ্গে খেলেছেন। তাও একটি নয়, দুটি ফাইনালে। প্রথমবার ২০১৩-তে। আরেকবার ২০১৭ সালে। প্রথমবার জিতলেও পরের ফাইনাল হেরে যায় টিম ইন্ডিয়া। কিন্তু দুজন ক্রিকেটারই পারফর্ম করতে ব্যর্থ হন। রোহিতকে প্রথম ফাইনালে ৯ রানে আউট করেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। পরের বার পাকিস্তানের মহম্মদ আমির। ক্রিজে ছিলেন মাত্র ৩ বল। ধোনি ২০১৩-র ফাইনালে রবি বোপারার শিকার হন। মাত্র ৪ বল খেলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে অন্য ফাইনালে মাত্র ৪ রানে আউট হন তিনি। ভারত ম্যাচ হারে ১৮০ রানে। দুই ফাইনাল মিলিয়ে ধোনির রান মাত্র ৪, রোহিতের ৯।
ধোনির কেরিয়ার অস্তমিত। রোহিতও অস্তাচলের পথে। তার আগে এই পরিসংখ্যান অবশ্যই বদলাতে চাইবেন তিনি।