শেষ আপডেট: 4th March 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) লজ্জার পারফরম্যান্স। প্রায় ৩০ বছর বাদে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েও গ্রুপ থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan)। যে কারণে প্রতিযোগিতা চলার মধ্যেই টিমের খোলনলচে বদলে ফেলার আওয়াজ তোলেন ওয়াসিম আক্রম (Wasim Akram) থেকে শুরু করে শোয়েব আখতারের (Shoaib Akhtar) মতো প্রাক্তন ক্রিকেটারদের বড় অংশ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আদৌ সেই প্রস্তাব ও সমালোচনায় কর্ণপাত করে কি না, সেটা বোঝা যেত আজ। কারণ আজই ছিল আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণার দিন। ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে দুটো আলাদা দল ঘোষণার পর পাক টিমে বেশ কিছু বদল নজরে এল। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, একদিনের স্কোয়াড থেকে শাহিন শাহ আফ্রিদিকে বাদ দেওয়া এবং টি-২০ দল থেকে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলা। এর সুবাদে একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে—তিন তারকা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরম্যান্সেরই বলি হলেন? বড় মাথাদের সরিয়ে কি বাকিদের উদ্দেশেও চরম বার্তা দিতে চাইল পিসিবি?
আজ পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরকারিভাবে যে তালিকা সামনে আসে, সেখানে দেখা যায় বাবর-রিজওয়ান ওপেনিং জুটি দলে জায়গা পায়নি। ফিরে এসেছেন শাদাব খান। সেটাও স্রেফ খেলোয়াড় হিসেবে নয়, সহ-অধিনায়কের ভূমিকায়। টি-২০-র অধিনায়ক বাছা হয়েছে সলমন আঘাকে।
প্রত্যাবর্তনের তালিকায় আরেক উল্লেখ্যযোগ্য মুখ মহম্মদ হ্যারিস। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। কামব্যাক করেছেন হাসান নাওয়াজ। ২২ বছর বয়সি এই তরুণ উইকেটরক্ষক এর আগে মাত্র ২১টি টি-২০ ম্যাচ খেলেছেন।
পিএসএলে না নামলেও ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পুরস্কার জুটল আব্দুল সামাদের। বছর সাতাশের পিঞ্চহিটারকে দলে রাখা হয়েছে। ব্যাটিং বিভাগে বেশ কিছু রদবদল করা হলেও বোলিং ইউনিট নিয়ে পরীক্ষা চালানো হয়নি।
যদিও আলোচনার কেন্দ্রে রয়েছে বাবর ও রিজওয়ানের বাদ পড়া। ২০২০ সাল থেকে এই দুই ব্যাটসম্যান টি-২০-তে পাকিস্তান দলের হয়ে ওপেনে নামছেন। এই প্রথম তাঁদের একযোগে টিমের বাইরে রাখা হল।
ওয়ান ডে দলে গুরুত্বপূর্ণ বদল হচ্ছে শাহিন শাহ আফ্রিদির বাদ পড়া। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজে দলের সেরা বোলার হলেও চাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাঠে তেমন প্রভাব ফেলতে পারেননি এই পেসার। যদিও রিজওয়ান ও বারবরকে একদিনের ক্রিকেটে রেখেছেন নির্বাচকেরা।
ওয়ান ডে-তে প্রত্যাবর্তন বলতে আবদুল্লা শাফিকের ফিরে আসা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে দলে রাখা হয়নি। এ ছাড়া নতুন মুখ হিসেবে নিউজিল্যান্ড সফরে জায়গা পেয়েছেন বাঁ-হাতি পেসার আকিফ জাভেদ।