Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Anaya Bangar's Life Journey

‘বেশ কিছু ক্রিকেটার আমায় নগ্ন ছবি পাঠায়’, ময়দানের অন্ধকার দুনিয়া নিয়ে অকপট অনয়া বাঙ্গার

বাবা বিখ্যাত ক্রিকেটার। তাঁর পদাঙ্ক মেনে নিজেও ক্রিকেটের দুনিয়ায় ছাপ রাখতে চেয়েছিলেন। খেলেওছেন ক্লাব স্তরে। সতীর্থ হিসেবে পেয়েছেন যশস্বী জয়সওয়ালের মতো খেলোয়াড়দের।

‘বেশ কিছু ক্রিকেটার আমায় নগ্ন ছবি পাঠায়’, ময়দানের অন্ধকার দুনিয়া নিয়ে অকপট অনয়া বাঙ্গার

অনয়া বাঙ্গার

শেষ আপডেট: 18 April 2025 06:10

দ্য ওয়াল ব্যুরো: তিনি রূপান্তরকারী (Transgender)। লিঙ্গ পরিবর্তন করেছেন, সত্তা বদলে ফেলেছেন। ছিলেন আরিয়ান (Aryan Bangar)। হয়েছেন অনয়া (Anaya Bangar)। তাঁর আরও একটি পরিচয়—তিনি সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সন্তান।

বাবা বিখ্যাত ক্রিকেটার। তাঁর পদাঙ্ক মেনে নিজেও ক্রিকেটের দুনিয়ায় ছাপ রাখতে চেয়েছিলেন। খেলেওছেন ক্লাব স্তরে। সতীর্থ হিসেবে পেয়েছেন যশস্বী জয়সওয়ালের মতো খেলোয়াড়দের।

কিন্তু খেলার জগৎ, ক্রিকেটের দুনিয়া কতটা অন্ধকারময়, কতটা বিষাক্ত, তারও আভাস পেয়েছেন। আরিয়ান ও অনয়া—সুই পরিচয়েই।  অবশেষে একটি সাক্ষাৎকারে এমনই কিছু ঘটনা মেলে ধরেছেন।

গত বছরই হরমোনাল ট্রান্সফরমেশন এবং জেন্ডার রিঅ্যাফার্মিং সার্জারির আদ্যোপান্ত জার্নির কথা শেয়ার করেছিলেন অনয়া বাঙ্গার। কিন্তু তার জন্য রূপান্তরণের আগে-পিছে বাইশ গজে তাঁকে কোন কোন অসুবিধের মধ্য দিয়ে যেতে হয়েছে, তার কিছুই সামনে আনেননি। এখন দেশ ছেড়ে সাগরপাড়ে ম্যাঞ্চেস্টারে থাকেন অনয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে জীবনের বিচিত্র পাকদণ্ডী নিয়ে প্রশ্ন করা হয়। সঞ্চালকের সওয়াল ছিল, ‘কখন বুঝতে পারেন আপনি ভুল লিঙ্গের বলয়ে ঢুকে পড়েছেন?’

জবাবে অনয়ার উত্তর, ‘যখন আমার বয়স আট কি নয় বছর, তখন মায়ের জামাকাপড় বসতে ভাল লাগত। তারপর আয়নার দিকে তাকিয়ে থাকতাম আর আপন মনেই বলতাম—আমি মেয়ে। মেয়ে হতে চাই।‘

যদিও এই লুকনো ইচ্ছে এবং চেপে থাকা সত্তার বিষয়টি কারও কাছে ফাঁস করেননি তিনি। আনয়ার কথায়, ‘মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। কিন্তু  নিজের বাবা পরিচিত ক্রিকেটার হওয়ায় নিজের গোপন আকাঙ্ক্ষার কথা কারও সঙ্গে শেয়ার করতে পারিনি। তা ছাড়া ক্রিকেটের দুনিয়াও নিরাপত্তাহীনতা ও বিষাক্ত পৌরুষে (Toxic Masculinity) ভরা।‘

কেন সতীর্থ ক্রিকেটারদের থেকে কোনও সমর্থন পাননি? এই বিষয়ে বলতে গিয়ে অনয়া বলেন, ‘সবাই খারাপ এমনটা নয়। কেউ কেউ পাশে দাঁড়িয়েছিল। অনেকে হেনস্তাও করেছিল। এমন বেশ কিছু ক্রিকেটারের নাম করতে পারি, যারা আমায় নগ্ন ছবি পাঠিয়েছিল। বিষ হয়ে ঝরে পড়েছিল খিস্তিখেউড়ও। যখন দেশে ছিলাম, একজন বয়স্ক ক্রিকেটারকে আমার পরিস্থিতির কথা খোলামেলা বলার পর উনি গাড়িতে শোয়ার প্রস্তাব দেন!’

বাবা সঞ্জয়ের মতো অনয়ারও ইসলাম জিমখানা ক্লাবে ক্রিকেটে হাতেখড়ি হয়। ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। তারপর ব্রিটেনে চলে আসার পর লেস্টারশায়ারের একটি ক্লাবের হয়ে খেলতে নামেন। কিন্তু ২০২৩ সালের নভেম্বর মাসে আইসিসি জানিয়ে দেয়, রূপান্তরকামী ক্রিকেটাররা আর ময়দানে অংশ নিতে পারবেন না। তৎকালীন সিইও জফ অ্যালাডাইস ঘোষণা করেন, ‘ইনক্লুসিভিটি বা সর্বজনীনতা যে কোনও খেলাতেই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা মহিলা ক্রিকেটের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চাই।‘ তারপর থেকে আপাতত ময়দান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অনয়া বাঙ্গার।


ভিডিও স্টোরি