পর্তুগালের এই ফুটবলের মৃত্যুর প্রভাব পড়েছে টেনিসেও। উইম্বলডন কর্তৃপক্ষ জানিয়েছেন, চাইলে কোনও খেলোয়াড় জোতার স্মৃতিতে কালো আর্ম ব্যান্ড পরে নামতে পারেন কোর্টে। তাতে পোশাকবিধি ভাঙা হবে না।
নোভাক জকোভিচ
শেষ আপডেট: 4 July 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডন ২০২৫ (Wimbledon 2025) শুরু হয়ে গিয়েছে। এতিহ্যাশালী এই গ্র্যান্ড স্ল্যামে এবার এমন কিছু ঘটেছে বা ঘটতে চলেছে যা আগে কখনও হয়নি। আজ পঞ্চম দিন। গত চার দিনে বিদায় নিয়েছেন ৩৬ জন বাছাই খেলোয়াড়। যা উইম্বলডনের ইতিহাসে ঘটল প্রথমবার। এদিকে, ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জকোভিচ (Novak Djokovic) বৃহস্পতিবার জিতেছেন তাঁর ৯৯তম উইম্বলডন ম্যাচ।
এতদিন উইম্বলডন মানেই ছিল সাদা পোশাক। বাকি তিনটে গ্র্যান্ড স্ল্যামে নিজেদের পছন্দসই পোশাক পরেই নামতেন খেলোয়াড়েরা। কিন্তু উইম্বলডনের ১৪৮ বছরের ইতিহাস মানেই সাদা পোশাকের ঐতিহ্য, অন্য কোনও রঙের স্থান নেই সেখানে। এবার বিশেষ একটি কারণে সেই নিয়মের বদল হতে চলেছে।
লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। স্পেনের সেই দুর্ঘটনায় মারা গিয়েছেন জোতার ভাইও। দুই সপ্তাহ আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অল রেডসের এই তারকা ফুটবলার। জোতার মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল-বিশ্ব।
পর্তুগালের এই ফুটবলের মৃত্যুর প্রভাব পড়েছে টেনিসেও। উইম্বলডন কর্তৃপক্ষ জানিয়েছেন, চাইলে কোনও খেলোয়াড় জোতার স্মৃতিতে কালো আর্ম ব্যান্ড পরে নামতে পারেন কোর্টে। তাতে পোশাকবিধি ভাঙা হবে না।
২০০১ সাল থেকে গ্র্যান্ড স্ল্যামে পুরুষ ও মহিলাদের ক্রমতালিকায় থাকা প্রথম ৩২ জন খেলোয়াড়কে বাছাই ধরা হয়। অর্থাৎ, মোট ৬৪ জন বাছাই খেলোয়াড় থাকেন প্রতিটি গ্র্যান্ড স্ল্যামে। এবারের উইম্বলডনের প্রথম চার দিনেই বিদায় নিয়েছেন অর্ধেকের বেশি (৩৬) তারকা। এই ৩৬ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ১৭ জন মহিলা। এর আগে ২০২০ সালে ফরাসি ওপেনে প্রথম দুই রাউন্ডের পর ৩৫ জন বাছাই খেলোয়াড় বিদায় নিয়েছিলেন। তাকেও ছাপিয়ে গিয়েছে উইম্বলডন ২০২৫।
এদিকে, ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচ দাঁড়িয়ে রয়েছেন ইতিহাসের দোরগোড়ায়। শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০২৩ সালে। সেবার উইম্বলডন বাদে বাকি তিনিটি মেজরই জিতেছিলেন এই সার্বিয়ান তারকা। শেষ বার উইম্বলডন জিতেছিলেন ২০২২ সালে। আগামীকাল (শনিবার) তৃতীয় রাউন্ডের ম্যাচে জোকারের প্রতিপক্ষ তাঁরই দেশের মিওমির কেচমানোভিচ। এই ম্যাচ জিতলেই জকোভিচের ১০০টি উইম্বলডন ম্যাচ জেতা হয়ে যাবে। একমাত্র রজার ফেডেরা ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে ১০০টি ম্যাচ জিতেছেন। উইম্বলডনে সুইস তারকা রাফা জিতেছেন ১০৫টি ম্যাচ।
উইম্বলডনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা ব্রিটেনের ড্যান ইভান্সকে ৬–৩, ৬–২, ৬–০ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন জকোভিচ। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪৭ মিনিট। উইম্বলডনে সার্বিয়ান কিংবদন্তির এটি ছিল ৯৯তম জয়।
তৃতীয় রাউন্ডে উঠে ষষ্ঠ বাছাই জোকার জানিয়েছেন, বয়স ৩৮ পেরোলেও এখনও টেনিস উপভোগ করছেন। তিনি বলেন, “আমি এখনও উপভোগ করছি। এই কোর্ট আমাকে অনেক কিছু দিয়েছে। আমার হৃদয়ে উইম্বলডন একটি বিশেষ জায়গা দখল করে আছে। এখানে ইতিহাস গড়তে পারলে তা হবে আরও বিশেষ।” আর সেই ইতিহাস হল ২৫তম গ্র্যান্ড স্লাম খেতাব।
অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড জয়ের রেকর্ড জোকোভিচ ছুঁয়েছেন ২০২৩ সালে ইউএস ওপেন জিতে। আর একটি মেজর জিতলেই সার্বিয়ান কিংবদন্তি অতিক্রম করবেন কোর্টকে।