Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি
Durand Cup 2025

শুরু হয়ে গেল ডুরান্ড কাপের কাউন্টডাউন, কবে নামছে দুই প্রধান?

ডুরান্ডের শেষ তিন সংস্করণে একই গ্রুপে ছিল কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তবে সূত্র মারফত জানা গিয়েছে, এবার গ্রুপ পর্বে দেখা হবে না কলকাতার দুই বড় ক্লাবের।

শুরু হয়ে গেল ডুরান্ড কাপের কাউন্টডাউন, কবে নামছে দুই প্রধান?

ডুরান্ড কাপ ২০২৫

শেষ আপডেট: 5 July 2025 08:37

দ্য ওয়াল ব্যুরো: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ১৩৪তম ডুরান্ড কাপের (Durand Cup 2025) এশিয়ার সর্বপ্রাচীন এই টুর্নামেন্টের আয়োজক ইন্ডিয়ান আর্মি। প্রথা অনুযায়ী শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়েছে ডুরান্ড ট্রফির ‘ফ্ল্যাগ অফ’ অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরেই এই অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেনখেলাধুলা শৃঙ্খলা, দৃঢ়তা এবং দলগত মনোভাবকে উৎসাহিত করে। খেলাধুলা মানুষ, অঞ্চল এবং দেশকে সংযুক্ত করার অনন্য শক্তি রাখে। ভারতে ক্রীড়া জাতীয় সংহতির একটি শক্তিশালী হাতিয়ার। অলিম্পিক্স বা যেকোনও আন্তর্জাতিক অনুষ্ঠানে যখন তেরঙা ওড়ে তখন সকল নাগরিক রোমাঞ্চিত হন।

দ্রৌপদী মুর্মু তাঁর ভাষণে বলেনফুটবল লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটি কেবল একটি খেলা নয়, এটি একটি আবেগ। ফুটবল কৌশল, ধৈর্য এবং একটি সাধারণ লক্ষ্যের দিকে একসঙ্গে কাজ করার উপর নির্ভর করে। ডুরান্ড কাপের মতো ইভেন্টগুলি কেবল খেলার চেতনাকে উৎসাহিত করে না বরং পরবর্তী প্রজন্মের ফুটবল খেলোয়াড়দের বিকাশে সহায়তা করে, তাদের বেড়ে ওঠার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। পাশাপাশি তিনি ডুরান্ড কাপের চেতনাকে জীবন্ত রাখার এবং প্রচারে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

আগেই ডুরান্ড কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল মোট ৬টি ভেন্যুতে হবে এবারের ডুরান্ড কাপ। ডুরান্ডের শেষ তিন সংস্করণে এক গ্রুপে ছিল কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তবে সূত্র মারফত জানা গিয়েছে, এবার গ্রুপ পর্বে দেখা হবে না কলকাতার দুই বড় ক্লাবের। কলকাতার তিন প্রধানের পাশাপাশি এবার ডুরান্ডে খেলতে দেখা যাবে ডায়মন্ড হারবার এফসিকেও

জানা গিয়েছে, প্রতিযোগিতার খসড়া সূচি তৈরি হয়ে গিয়েছে। অংশগ্রহণকারী ২৪টি দলকে ভাগ করা হয়েছে টি গ্রুপে। এবারের ডুরান্ড কাপ শুরু হবে ২৩ জুলাই। প্রথম ম্যাচেই যুবভারতী বিবেকানন্দ স্টেডিয়ামে নামবে লাল-হলুদ ব্রিগেড। তাদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড। ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ও নামধারী এফসি। 

এদিকে সূত্র মারফত জানা গিয়েছে, মোহনবাগানমহামেডান ও ডায়মন্ড হারবার রয়েছে একই গ্রুপে। মোহনবাগান নিজেদের প্রথম ম্যাচে নামবে ৩১ জুলাইমহামেডানের বিরুদ্ধে।

এবারের ডুরান্ড কাপে সেনাবাহিনীর তিনটি টিম ছাড়াও বিদেশি দল হিসাবে থাকতে পারে ইন্দোনেশিয়ার আর্মি। এছাড়া আইএসএলের টি টিমকে খসড়া সূচিতে রাখা হয়েছে।


ভিডিও স্টোরি