Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কের
Footballers Lost to Fatal Car Crashes

শুধু জোতা নন, এর আগেও অনেক ফুটবলার গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন!

জোতা প্রথম বা একমাত্র নন। আগেও একাধিক ফুটবলার গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁদের কেউ বিখ্যাত ক্লাবের স্বল্পখ্যাত খেলোয়াড়, কেউ সবে জার্নি শুরু করেছেন।

শুধু জোতা নন, এর আগেও অনেক ফুটবলার গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 4 July 2025 12:35

দ্য ওয়াল ব্যুরো: গতকাল সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ মিডফিল্ডার দিয়োগো জোতা। ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতায় আবিশ্ব স্তম্ভিত। মাত্র দু’সপ্তাহ আগে দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করেন। তিন সন্তানের বাবা। গত মরশুমেই লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন, পর্তুগালের জার্সিতে নেশনস লিগ।

মাত্র আঠাশ বছর বয়সে এভাবে গাড়ির টায়ার ফেটে মারা যাবেন দিয়োগো, এটা কেউ মানতে পারছেন না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে য়ুর্গেন ক্লপ—সবার প্রতিক্রিয়ায় তীব্র অবিশ্বাস ঝরে পড়েছে।

যদিও জোতা প্রথম বা একমাত্র নন। আগেও একাধিক ফুটবলার গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁদের কেউ বিখ্যাত ক্লাবের স্বল্পখ্যাত খেলোয়াড়, কেউ সবে জার্নি শুরু করেছেন।

১. ফেডেরিকো পিসানি (ইতালি, ১৯৯৭)

বছর বাইশের পিসানিকে বলা হত আজ্জুরিদের অন্যতম সম্ভাবনাময় স্ট্রাইকার। খেলতেন আটালান্টার জার্সিতে। নৈশভোজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু! পিসানির মৃত্যুর পর ১৪ নম্বর জার্সিতে চিরতরের জন্য তুলে রাখা হয়। আটালান্টা স্টেডিয়ামের একাংশ তাঁর নামে।

২. জিমি ডেভিস (ইংল্যান্ড, ২০০৩)

খেলতেন ম্যাঞ্চস্টার ইউনাইটেডের হয়ে। ২০০৩ সালে লোনে যান ওয়াটফোর্ডে। গাড়ি চালিয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় প্রাণ হারান তরুণ ফুটবলার।

৩. মাইকেল মিলেট (ইংল্যান্ড, ১৯৯৫)

বয়স ১৭ বছর। যুব দলের গণ্ডি পেরিয়ে সিনিয়র টিমে সবেমাত্র ছাড়পত্র পেয়েছেন। এমন সময় গ্রাসউডের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু।

৪. রে জোনস (ইংল্যান্ড, ২০০৭)

কুইন্স পার্ক রেঞ্জার্সের তরুণ ফুটবলার। প্রথমবার প্রিমিয়ার লিগে নামার সুযোগ পেয়েছেন। এর কয়েক সপ্তাহ বাদে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন জোনস। ক্লাব তাঁর স্মৃতিতে ৩১ নং জার্সি তুলে রাখে। একাধিক স্মরণসভা আয়োজিত হয়।

৫. অ্যান্তোনিও রেইস (স্পেন, ২০১৯)

আর্সেনাল ও সিভিয়ার উইঙ্গার। উতেরার রাজপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুর্ঘটনা। জানা যায়, সেই সময় রেইসের গাড়ি ছুটছিল ২৩৭ কিলোমিটার প্রতি ঘণ্টায়! বছর পঁয়ত্রিশের রেইস ছাড়াও দুই ভাই গাড়িতে ছিলেন। মর্মান্তিক দুর্ঘটনায় প্রত্যেকে প্রাণ হারান।


ভিডিও স্টোরি