নতুন ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে ফিফা চিঠি পাঠিয়েছে মহমেডানকে।
মহমেডান স্পোর্টিং ক্লাব
শেষ আপডেট: 4 July 2025 10:44
দ্য ওয়াল ব্যুরো: আজ ২০২৫ কলকতা ফুটবল লিগে অভিযান শুরু করছে মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। কিন্তু তার আগেই নেমে এল ফিফার (FIFA) শাস্তির কোপ। গতবার সাদা-কালো জার্সিতে খেলা বেশ কিছু ফুটবলারের টাকা এখনও মেটায়নি ক্লাব। সব মিলিয়ে সেই পরিমাণ প্রায় কয়েক কোটি। টাকা না পেয়ে মিরজালল কাশিমভ দ্বারস্থ হন ফিফার। তাঁর অভিযোগের ভিত্তিতে নতুন ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে ফিফা চিঠি পাঠিয়েছে মহমেডানকে।
বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “কাশিমভের আর্থিক দাবি-দাওয়া না মেটানোয় ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে আন্তর্জাতিক এবং জাতীয় ফুটবলার সই করানোর ক্ষেত্রে মহমেডানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হল। দাবি না মেটানো পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।”
আসলে গত মরশুম থেকেই মহমেডান ক্লাবে যেন আলোর প্রবেশ নিষিদ্ধ হয়ে গিয়েছে। একের পর এক সমস্যায় জেরবার ময়দানের এই শতাব্দী প্রাচীন ক্লাব। গত মরশুমে অনেক ঢাক-ঢোল পিটিয়ে প্রথমবারের মতো আইএসএল খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। শুরুটা তারা ভালই করেছিল। সমর্থকরাও স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু এরপরই শুরু হয় ইনভেস্টরের সঙ্গে ক্লাব কর্তাদের সংঘাত। মূলত ক্লাবের শেয়ার নিয়েই এই দ্বন্দ্বের শুরু। আর এর প্রভাব পড়তে শুরু করে ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফ ও ভেন্ডরদের উপর। কোচ আন্দ্রে চেরনিশভ তো আইএসএল চলাকালীন বেতন না পেয়ে নিজের দেশেই ফিরে গিয়েছিলেন। ফুটবলাররাও টাকা না পেয়ে অনুশীলন বন্ধ করে দিয়েছিলেন বেশ কয়েকবার।
এর আগে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার (AIFF) শৃঙ্খলারক্ষা কমিটির তরফে কয়েক সপ্তাহ আগে ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কারণ ফুটবলার থেকে ভেন্ডার, সব মিলিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা বকেয়া ছিল ময়দানের এই বড় ক্লাবের। এরপর ক্লাবের পক্ষ থেকে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হলে বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয় এআইএফএফ। কিন্তু একই দিনে এল ফিফার নিষেধাজ্ঞা।
মহমেডান কর্তাদের অবশ্য অভিযোগ, দুই লগ্নিকারী সংস্থার মধ্যে কোনও বোঝাপড়া নেই। তাই ক্লাবের এই বেহাল দশা। কোনও রকমে কলকাতা লিগে দল নামালেও ডুরান্ডে তাঁরা কী ভাবে দল তৈরি করবেন তা নিয়ে দিশেহারা ক্লাব কর্তারা। এরপর আইএসএল তো দূরস্ত।