বৈভব বুধবার মাত্র ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছে, কিন্তু ছক্কার বৃষ্টির সঙ্গে একটি বড় রেকর্ড ভেঙে দিয়েছে। বিহারের এই কিশোর এখন অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডে ম্যাচের এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারা ভারতীয়।
বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 3 July 2025 06:33
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের আকাশে কিশোর নক্ষত্র বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ঔজ্জ্বল্য বেড়েই চলেছে। বিহারের বৈভবের বয়স মাত্র ১৪ বছর। কিন্তু তার প্রতিভা ও দ্যুতিতে মুগ্ধ বাইশ গজের দুনিয়া। এবার সে বোলার নিধন যজ্ঞ শুরু করেছে ইংল্যান্ডের মাটিতে।
একদিকে, যখন এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ চলছে, অন্যদিকে, বুধবার ভারতীয় অনূর্ধ্ব-১৯ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে (England U-19 vs India U-19) একটি ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচে একার হাতে ইংরেজদের দর্পচূর্ণ করেছে বৈভব। তাঁর অসামান্য ইনিংসের কোনও জবাব ছিল না ইংল্যান্ডের কাছে।
বৈভব বুধবার মাত্র ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছে, কিন্তু ছক্কার বৃষ্টির সঙ্গে একটি বড় রেকর্ড ভেঙে দিয়েছে। বিহারের এই কিশোর এখন অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডে ম্যাচের এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারা ভারতীয়।
বৈভবের ইনিংসে ভর করে আয়ূষ মাত্রের নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। পরবর্তী ম্যাচটি ৫ জুলাই ওরচেস্টারে অনুষ্ঠিত হবে।
বৃষ্টির কারণে ম্যাচটি নামিয়ে আনা হয় ৪০ ওভারে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪০ ওভারে ছয় উইকেটে ২৬৮ রান করে। জবাবে ভারত ৩৪.৩ ওভারে ছয় উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে ম্যাচ জিতে নেয়। বৈভবের ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস। তার ইনিংসে ছিল ছয়টি চার এবং নয়টি ছক্কা, স্ট্রাইক রেট ২৭৭.৪২।
এই ইনিংসে নয়টি ছক্কা মারার সঙ্গে সঙ্গে বৈভবের নামে রেকর্ডটি যুক্ত হয়। বৈভবের আগে, অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডে ম্যাচের এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার ভারতীয় রেকর্ড ছিল রাজ বাওয়ার নামে। ২০২২ সালে উগান্ডার বিরুদ্ধে তিনি এই কাজটি করেছিলেন।
ইংল্যান্ড সফরে এখন পর্যন্ত বৈভবের পারফরম্যান্স
বৈভব এই সফরে তিনটি ইনিংসে ৫৯.৬৭ গড়ে এবং ২১৩.১০ স্ট্রাইক রেটে ১৭৯ রান করেছে। হাঁকিয়েছে ১৪টি চার এবং ১৭টি ছক্কা। থমাস রিউয়ের পরে বৈভব বর্তমানে এই সফরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। রিউ তিনটি ইনিংসে ২১২ রান করেছেন। বৈভব সফরের প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮ রানের ইনিংস খেলে, যার মধ্যে তিনটি চার এবং পাঁচটি ছক্কা ছিল। দ্বিতীয় ওয়ানডেতে সে ৩৪ বলে ৪৫ রান করেছিল, যার মধ্যে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা।
Vaibhav Suryavanshi smashes back to back sixes! 🥶🔥 pic.twitter.com/lyIURNP84q
— Sports Culture (@SportsCulture24) July 2, 2025
যুব ওয়ানডে-তে এক ইনিংসে ভারতীয় অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়ের সর্বোচ্চ ছক্কা
খেলোয়াড় | প্রতিপক্ষ দল | বছর | ছক্কা |
---|---|---|---|
বৈভব সূর্যবংশী | ইংল্যান্ড | ২০২৫* | ৯ |
রাজ বাওয়া | উগান্ডা | ২০২২ | ৮ |
মনদীপ সিং | অস্ট্রেলিয়া | ২০০৯ | ৮ |
অঙ্কুশ বাইনস | জিম্বাবোয়ে | ২০১৩ | ৭ |