Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কের
Vaibhav Shines at Edgbaston

ইংল্যান্ডকে কচুকাটা করার পরই এজবাস্টনে বৈভব! তারিয়ে উপভোগ করলেন শুভমানের ব্যাটিং

দ্বিশতরান করে যখন উচ্ছ্বাস জাহির করছেন, ঠিক তখনই বৈভবের মুখ জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে। পরে জানা যায়, বিসিসিআইয়ের নির্দেশেই অনূর্ধ্ব-১৯ দলের এজবাস্টনে আসা।

ইংল্যান্ডকে কচুকাটা করার পরই এজবাস্টনে বৈভব! তারিয়ে উপভোগ করলেন শুভমানের ব্যাটিং

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 4 July 2025 07:45

দ্য ওয়াল ব্যুরো: অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন বৈভব সূর্যবংশী। একদিকে যখন সিনিয়র টিম ইন্ডিয়া দাপট দেখাচ্ছে, দ্বিতীয় টেস্টে আধিপত্য ধরে রেখেছেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা, অন্যদিকে তরুণ ইংরেজ বাহিনীর বিরুদ্ধে ৮৬ রানের মারমার কাটকাট ইনিংস খেলেছেন বৈভব। 

সেই ম্যাচ শেষ হতে না হতেই এজবাস্টনে হাজির হন বিহারের সমস্তিপুরের বিস্ময় ক্রিকেটার। স্ট্যান্ডে বসে ম্যাচ দেখেন। শুভমান গিল যখন সেঞ্চুরি করে রণহুঙ্কার ছাড়ছেন, তখন ক্যামেরাম্যানের ক্যামেরা বৈভবের উপর ফোকাস করে। স্থির দৃষ্টিতে চেয়ে থাকা কিশোরের চোখে তখন জেদ, আত্মবিশ্বাস আর স্বপ্নপূরণের ভরপুর বাসনা।

প্রথম দিনে সেঞ্চুরির পর থেমে যাননি শুভমান। ইনিংস এগিয়ে নিয়ে যান। দুশোর পরেও দ্রুতগতিতে রান তুলতে থাকেন। লুজ শট খেলে অলি পোপের হাতে ক্যাচ তুলে যখন সাজঘরে ফিরছেন, তখন একের পর এক রেকর্ড গড়ে ফেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে সেনা দেশে (সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দ্বিশতরান হোক কিংবা ইংল্যান্ডের জমিতে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ডবল সেঞ্চুরি… একের পর এক নজির স্থাপন করেছেন।

দ্বিশতরান করে যখন উচ্ছ্বাস জাহির করছেন, ঠিক তখনই বৈভবের মুখ জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে। পরে জানা যায়, বিসিসিআইয়ের নির্দেশেই অনূর্ধ্ব-১৯ দলের এজবাস্টনে আসা। বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে বলতে গিয়ে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথেরটনের মন্তব্য, ‘অনূর্ধ্ব-১৯ টিমকে এখানে দেখে খুব ভাল লাগছে। ওরাও ইংল্যান্ডে খেলতে এসেছে। শুভমানও এক সময় পৃথ্বী শ’য়ের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল!’

ইংল্যান্ডে চলতি সিরিজে হাত খুলে খেলছেন বৈভব সূর্যবংশী। তিন ম্যাচের রান সংখ্যা, যথাক্রমে: ৮৬, ৪৫ ও ৪৮। এখনও দু’ম্যাচ বাকি। ভারত সিরিজে ২-১-এ এগিয়ে।

এই আবহে বৈভবের শুভমানের ব্যাটিং দেখার ছবি প্রতীকী হয়ে উঠতে পারে। একদিকে এখনকার তারকা। অন্যদিকে উদীয়মান প্রতিভা। দু’জনের নীরব ও অলক্ষ কথোপকথনের সাক্ষী হয়ে রইল এজবাস্টন।


ভিডিও স্টোরি