Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি
PCB Slammed by Akmal

আজহার মাহমুদকে অন্তর্বর্তী কোচ করা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেন কামরান আকমল

পাকিস্তান ক্রিকেটে কোচের পদ নিয়ে মিউজিক্যাল চেয়ার অব্যহত। আগে পদে ছিলেন আকিব জাভেদ। ২০২১ সালের পর এই নিয়ে সাত বার কোচ বদলানো হল। 

আজহার মাহমুদকে অন্তর্বর্তী কোচ করা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেন কামরান আকমল

আজহাল-আকমল

শেষ আপডেট: 2 July 2025 09:24

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেটে (Pakistan) গৃহযুদ্ধ বেধে গেল। একদিকে দলের একটানা খারাপ পারফরম্যান্স। যার জাঁতাকলে বারবার কোচ বদল। আর এই ইস্যুতেই আজহার মাহমুদকে (Azhar Mahmood) অন্তর্বর্তীকালীন কোচ (Interim Coach) করার সিদ্ধান্তের বিরোধিতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) একহাত নিলেন কামরান আকমল (Kamran Akmal)।

প্রসঙ্গত, কামরান নিজে মাহমুদের সঙ্গে জাতীয় দলে খেলেছেন। যদিও পাক ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে মানতে নারাজ। বলেছেন, ‘আমি এর আড়ালে যুক্তিটাই ধরতে পারছি না। কাউন্টি দলের দায়িত্বে থাকা সত্ত্বেও পিসিবি যখন মিকি আর্থারকে ডিরেক্টর করল, তখনকার সঙ্গে এই সিদ্ধান্তের মিল খুঁজে পাচ্ছি। সেই সময় কিছু বুঝতে পারিনি, এখনও পারছি না।’

পাকিস্তান ক্রিকেটে কোচের পদ নিয়ে মিউজিক্যাল চেয়ার অব্যহত। আগে পদে ছিলেন আকিব জাভেদ। ২০২১ সালের পর এই নিয়ে সাত বার কোচ বদলানো হল। অন্তর্বর্তী সময়ের জন্য টেস্ট টিমের দায়িত্ব পেয়েছেন আজহার। এই নিয়ে তোপ দেগে কামরান বলেন, ‘আর্থারের ভূমিকা নিয়ে সেই সময় পাকিস্তান ক্রিকেটে একাধিক সওয়াল উঠেছিল। অন্তর্বর্তী কোচ সংক্রান্ত এখনও একগুচ্ছ প্রশ্ন রয়ে গিয়েছে। এর আগে আকিব জাবেদ, তার আগে মহম্মদ হাফিজ সমস্যায় পড়েন। এখন আজহার!’

টেস্টে ঘুরে দাঁড়াতে স্টপ গ্যাপ কোচ যে কোনও মুসকিল আসান নয়, জরুরি কাউকে স্থায়ী পদে বসানো—এটা সাফ করে দিয়েছেন কামরান আকমল। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত আসলে পাক ক্রিকেট বোর্ডের অসচেতনতার প্রমাণ। যেদিন তারা সচেতনভাবে, পেশাদার দৃষ্টিতে কাজ শুরু করবে, সেদিন সাময়িক সময়ের কোচ বাছাই বন্ধ হবে!’

উল্লেখ্য, আজহারের ছত্রচ্ছায়াতেই টিম পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নামতে চলেছে। গত সাইকেলে জঘন্য খেলেছিলেন বাবর আজমরা। ১৪ টেস্টের ৫টি জিতে টেবিলে সবার নীচে শেষ হয় অভিযান। এবার প্রথম লড়াইয়ে মুখোমুখি শ্রীলঙ্কা। তারপর ইংল্যান্ড তিন টেস্টের সফর। ২০২০ সালের আগে যেখানে আর পা রাখেনি পাকিস্তান ক্রিকেট দল।

অন্তর্বর্তী কোচের অধীনে কেমন খেলবেন রিজওয়ানরা? খুব একটা আশাবাদী নন আকমল। তাঁর যুক্তি—আজহারই তো পছন্দের হয়ে থাকেন, তাহলে তাঁকে পূর্ণ সময়ের স্থায়ী কোচ করা হোক। নয়তো কিছুদিনের জন্য পদে রাখার যুক্তি নেই।


ভিডিও স্টোরি