Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Jay Shah Named In Top 50 'Open Minds'

সেরা ৫০ মুক্তমনা ব্যক্তির তালিকায় জয় শাহ, মিলল ক্রিকেটে প্রশাসনিক সাফল্যের স্বীকৃতি

দুনিয়ার মুক্তমনা ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিলেন জয় শাহ। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন, এমন পঞ্চাশ জন খ্যাতিমানকে স্বীকৃতি দিতে চলেছে ‘ওপেন ম্যাগাজিন’। 

সেরা ৫০ মুক্তমনা ব্যক্তির তালিকায় জয় শাহ, মিলল ক্রিকেটে প্রশাসনিক সাফল্যের স্বীকৃতি

জয় শাহ

শেষ আপডেট: 1 July 2025 10:39

দ্য ওয়াল ব্যুরো: দুনিয়ার মুক্তমনা ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিলেন জয় শাহ। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন, এমন পঞ্চাশ জন খ্যাতিমানকে স্বীকৃতি দিতে চলেছে ‘ওপেন ম্যাগাজিন’। সেখানেই ঠাঁই পেয়েছেন জয়। যিনি বর্তমানে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব সমালাচ্ছেন। লিস্টে অমিত শাহের পুত্রের পাশাপাশি নাম রয়েছে মুকেশ আম্বানি, শশী তারুরের।

বছর ছত্রিশের জয় শাহ আন্তর্জাতিক ময়দানে ভারতীয় ক্রিকেটকে সামনের সারিতে আনার চেষ্টা চালিয়েছেন। ২০১৩ সালে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব হিসেবে প্রশাসনিক জগতে আসা। এরপর বিসিসিআইয়ের সেক্রেটারির পদ গ্রহণ। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্বে বহাল থাকেন। কোভিড পর্বে দেশে ক্রিকেটের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে ভূমিকা নেন, বিশ্বকাপ আয়োজনেও উদ্যোগী হন। বোর্ডের দায়িত্বে থাকাকালীন ২০০৯ সালে বৈষম্য ঘুচিয়ে মহিলা ক্রিকেটারদের পুরুষদের সম বেতন দেওয়ার নিয়ম কার্যকর করেন। তারপর দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক ময়দানে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের পদে বসেন জয়। বেঙ্গালুরুর এনসিএ-কে ঢেলে সাজান। আপাতত আইসিসি প্রেসিডেন্ট হিসেবে অলিম্পিক্সে ক্রিকেট চালু করার উদ্যোগ নেন ও সাফল্য পান।

যদিও এই আলোর আড়ালে অন্ধকারও রয়েছে। সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতার পর আইসিসির ট্রিবিউট ভিডিওর পুরোটা জুড়ে বিরাজ করেন জয় শাহ। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের পারফরম্যান্স, উচ্ছ্বাস—সব ফিকে হয়ে যায়। গোটা লড়াইয়ের কোলাজ বানাতে গিয়ে অনেক স্মরণীয় মুহূর্তই উপাদান হতে পারত। হ্যামস্ট্রিংয়ের যন্ত্রণা সামলে বাভুমার অধিনায়কোচিত ইনিংস, মিচেল স্টার্কের বিধ্বংসী স্পেল, লুঙ্গি এনগিডির বোমারু ইনসুইং… কিন্তু আইসিসির অফিশিয়াল পেজ যে ৪৫ সেকেন্ডের ক্লিপ রিলিজ করে, সেখানে পুরোটা জুড়েই জয় শাহের হাজিরা। ২৩খানা শটের ১১টিতেই তিনি। যেন এই ভিডিও আইসিসি চেয়ারম্যানের ব্যক্তিগত উদযাপন, দক্ষিণ আফ্রিকার সাফল্য, উল্লাস তুশ্চু!

সেবার নার্সিসিজম নিয়ে চর্চা হলেও এবার তিনি নিজের ঢাক নিজে পেটাননি। ফলে জয় শাহ ফের একবার আলোচনা হলেও এ যাত্রা সমালোচনা সুযোগ কম।


ভিডিও স্টোরি