তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল।
ভারতীয় মহিলা ক্রিকেট দল
শেষ আপডেট: 5 July 2025 10:23
দ্য ওয়াল ব্যুরো: পুরুষদের মতো ভারতের মহিলা দলও এখন ইংল্যান্ড সফরে রয়েছে। তবে হরমনপ্রীত অ্যান্ড কোং অবশ্য টেস্ট সিরিজ খেলছে না। শুভমান ব্রিগেড সিরিজের প্রথম টেস্টে হারলেও ভারতের মহিলা দলের শুরুটা কিন্তু দারুণ হয়েছিল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে তারা হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে।
তবে, প্রথম দুই ম্যাচে হারলেও তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল (England Women vs India Women, T20 Series)।
লন্ডনের কেনিংটন ওভালে খেলা ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নর্ধারিত ২০ ওভারে তারা নয় উইকেটে ১৭১ রান করে। জবাবে ভারতের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। ওপেনিং জুটি স্মৃতি মান্ধানা (৫৬) এবং শেফালি ভার্মা (৪৭) করেন ৮৫ রান। কিন্তু এরপর ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন-আপ। ২০ ওভারে ভারত পাঁচ উইকেট হারিয়ে তুলতে পারে ১৬৬ রান।
তৃতীয় ম্যাচে হেরে গেলেও ভারত এখনও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের চতুর্থ ম্যাচটি ৯ জুলাই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডের ইনিংস
ইংল্যান্ডের হয়ে সোফিয়া ডানকলি (৭৫) এবং ড্যানি ওয়াইট-হজ (৬৬) প্রথম উইকেটে ১৩৭ রানের জুটি গড়ে দুর্দান্ত শুরু এনে দেন। কিন্তু এরপরই ইংল্যান্ড ২৫ বলে ৩১ রানের মধ্যে নয় উইকেট হারিয়ে ফেলে শেষ পর্যন্ত মাত্র ১৭১ রান করতে পারে। ডানকলি তাঁর ৫৩ বলের ইনিংসে সাতটি চার এবং একটি ছক্কা হাঁকান। অপর ওপেনার ওয়াইট-হজ ৪২ বলের ইনিংসে মেরেছেন সাতটি চার এবং তিনটি ছক্কা।
১৬তম ওভারে ডানকলিকে আউট করে দীপ্তি শর্মা (৩/২৭) ওপেনিং জুটি ভাঙেন। ১৭তম ওভারে অ্যালিস ক্যাপসি (০২), ওয়াট-হজ এবং অ্যামি জোন্সকে (০০) আউট করে ইংল্যান্ডকে ভাল শুরুর সুযোগ নিতে দেননি অরুন্ধতী রেড্ডি (৩/৩২)। রাধা যাদবের (১/১৫) বলে বোল্ড হন ট্যামি বিউমন্ট (০২)। শ্রী চারানি (২/৪৩) পেজ স্কোলফিল্ড (০৪) এবং ওংকে (০০) আউট করেন এবং দীপ্তি একলেস্টোন (১০) এবং ফাইলারকে (০০) কে আউট করেন।
ভারতের ইনিংস
জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার স্মৃতি ও শেফালি। কিন্তু ১৬তম ওভারে লরেন ফাইলারের (২/৩০) বলে মান্ধানা আউট হতেই ভারতের জয়ের আশা একপ্রকার শেষ হয়ে যায়। পাওয়ারপ্লেতে ভারত ৬১ রান করে। শেফালি ২৫ বলে ৪৭ রানের ইনিংসে সাতটি চার মারেন, কিন্তু নবম ওভারে এক্লেস্টোন তাঁকে আউট করেন। জেমিমা রদ্রিগেজ (২০) আউট হন ফিলারের বলে, আর রিচা ঘোষ বড় শট খেলতে গিয়ে ওংয়ের হাতে ধরা পড়েন।
সোফি এক্লেস্টোন (১/২৪), লরেন বেল (১/৩৭) এবং ইসি ওং (১/৩৬) একটি করে উইকেট নেন। শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ছয় রান। বেলের বলে বড় শট মারতে গিয়ে অধিনায়ক হরমনপ্রীত কউর (২৩) আউট হন।
অধিনায়ক হরমনপ্রীত কী বললেন?
ম্যাচের পর হরমনপ্রীত বলেন, “১৬তম ওভার পর্যন্ত ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু আমরা এর সুবিধা নিতে পারিনি। শিশিরের প্রভাবও ছিল। আমরা কিছু অংশে ভাল খেলেছি, কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে এবং ফিল্ডাররা ছিল দারুণ। শেষ পর্যন্ত, আমরা কেবল একটি বাউন্ডারি মিস করেছি।”