অতিসম্প্রতি বিবাহবিচ্ছেদ মামলায় কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, মহম্মদ সামি তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দেবেন।
মহম্মদ সামি ও হাসিন জাহান
শেষ আপডেট: 5 July 2025 06:12
দ্য ওয়াল ব্যুরো: অতিসম্প্রতি বিবাহবিচ্ছেদ মামলায় কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, মহম্মদ সামি তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দেবেন। বিচারপতির আদেশে মোটেও তুষ্ট হননি হাসিন। বুঝিয়ে দেন, এই টাকায় তাঁর চলবে না।
কয়েক দিন যেতে না যেতে নিজের অসন্তোষ আরও চড়া সুরে ও প্রকাশ্যে জানালেন। ইনস্টাগ্রামে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামির উদ্দেশে চোখা চোখা প্রশ্ন রাখলেন, অভিযোগের পর অভিযোগ তুললেন।
গতকালের পোস্টে হাসিন লেখেন, ‘আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমাদের জোরালো বাঁধন থাকবে। এবার সম্পর্ক কতটা সুদৃঢ় হবে সেটা তোমায় বুঝে নিতে হবে। গত সাত বছর ধরে আমরা আইনি লড়াইয়ের মধ্যে রয়েছি। সেটা থেকে তুমি কী পেলে? লম্পট, লোভী এবং ছোটমনের হওয়ার কারণে নিজের পরিবারকে শেষ করে দিলে!’
এরপর সুর আরও চড়িয়ে তিনি যোগ করেন, ‘আমায় আহত করতে, দুর্নাম দিতে, হেনস্তা করতে, হারিয়ে দিতে কতজন ক্রিমিনাল ভাড়া করেছিলে? এতে কী পেয়েছ? সমস্ত টাকা যৌনকর্মী ও জালিয়াতদের পেছনে খরচ করেছ। এটা যদি নিজের মেয়ের ভবিষ্যৎ, জীবন ও তার পড়াশোনায় কাজে লাগাতে, আমায় ভাল জীবন উপহার দিতে তাহলে সবকিছু কত ভাল হত! তুমি নিজেও পাপ থেকে উদ্ধার পেতে, আমরা দুজন মিলেও সম্মানের জীবন কাটাতাম, মাথা উঁচু করে বাঁচতাম।’
এই মামলায় সামি নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করেছেন, এখনও করে চলেছেন। যদিও হাসিন তা মানতে নারাজ। আস্থা রেখেছেন বিচার-ব্যবস্থায়, তোপ দেগেছেন সমাজের একাংশের বিরুদ্ধে। বলেছেন, ‘তুমি পুরুষ-শাসিত সমাজের ফায়দা লুটেছ। নিজে সমাজবিধোরীদের সঙ্গে থেকে আমায় খারাপ বলেছ। এখন আমি কিন্তু আইনের সাহায্য চাইব। নিজের অধিকার বুঝে নেব। বাকি জীবন আনন্দের সঙ্গে বাঁচব, ইনশাল্লাহ! এবার তুমি নিজে ভাবো: কোন সাহায্যটা জোরদার—সামাজিক না আইনি? মাথায় রেখো, যে সমস্ত সমাজবিরোধী তোমায় সমর্থন জোগাচ্ছে, তারা আসলে তোমার পাপকে ধুয়ো দিচ্ছে। যেদিন থেকে খারাপ সময় শুরু হবে, এই একই মানুষগুলোই তোমার জীবন নরক করে ছাড়বে, ইনশাল্লাহ!’