নাটিংহামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করে ৯৭ রানে জিতেছিল ব্লু টাইগ্রেস। ব্রিস্টলে দ্বিতীয় ম্যাচে অবশ্য অত বড় ব্যবধানে জয় আসেনি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় মহিলা দল ইংল্যান্ডকে হারিয়েছে ২৪ রানে।
ভারতীয় মহিলা ক্রিকেট দল
শেষ আপডেট: 2 July 2025 07:07
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতের মহিলা ও পুরুষদের সিনিয়র দল। শুভমান গিলের নেতৃত্বে পুরুষ দল খেলছে টেস্ট সিরিজ। আর হরমনপ্রীত কউররা খেলছেন টি-২০ সিরিজ (India Women vs England Women)। তবে পুরুষ দল সফরের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে গেলেও মহিলারা কিন্তু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উজ্জ্বল। প্রথম দু’টি ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে তাঁরা।
নাটিংহামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করে ৯৭ রানে জিতেছিল ব্লু টাইগ্রেস। ব্রিস্টলে দ্বিতীয় ম্যাচে অবশ্য অত বড় ব্যবধানে জয় আসেনি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় মহিলা দল ইংল্যান্ডকে হারিয়েছে ২৪ রানে। পরবর্তী ম্যাচটি ৪ জুলাই লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রান করে তারা। জেমিমা রড্রিগেজ এবং অমনজ্যোৎ কউর অর্ধশতক করেন। পাশাপাশি রিচা ঘোষের ঝোড়ো ইনিংস দলকে পৌঁছে দেয় ১৮১ রানে। জবাবে, ইংল্যান্ড ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান করতে পারে।
যদিও এই ম্যাচে ভারতের শুরুটা মোটেও ভাল ছিল না। আগের ম্যাচে রান পাওয়া শেফালি ভার্মা করেন মাত্র তিন রান। গত ম্যাচের সেঞ্চুরিয়ান স্মৃতি মান্ধানা ১৩ রান করে আউট হন। প্রথম ম্যাচে ছিলেন না অধিনায়ক হরমনপ্রীত কউর। এদিন তিনি মাঠে নামলেও বিশেষ কিছু করতে পারেননি। এক রান করে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক।
এরপর জেমিমা ও অমনজ্যোৎ চতুর্থ উইকেটে ৯৩ রানের জুটি গড়েন। জেমিমা ৪১ বলে নয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৩ রান করে আউট হন। এরপর অমনজ্যোৎ পঞ্চম উইকেটে রিচার সঙ্গে ৫৭ রানের অপরাজিত জুটি গড়েন। অমনজ্যোৎ ৪০ বলে নয়টি চারের সাহায্যে ৬৩ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে রিচা অপরাজিত থাকেন ২০ বলে ছয়টি চারের সাহায্যে ৩২ রান করে। ইংল্যান্ডের হয়ে লরেন বেল দু’টি উইকেট নেন।
জবাবে ইংল্যান্ড ১৭ রানেই হারিয়ে ফেলে তাদের প্রথম তিন উইকেট। সোফিয়া ডানকলি ও ড্যানিয়েল ওয়াইট হজ এক রান করে আউট হন। অধিনায়ক ন্যাট শেভার ব্রান্ট ১৩ রান করে আউট হন। এরপর, ট্যামি বিউমন্ট এবং অ্যামি জোন্স ইনিংস সামলানোর চেষ্টা করে চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়েন। ট্যামি ৩৫ বলে আটটি চার এবং একটি ছক্কার সাহায্যে ৫৪ রান করে আউট হন। অ্যামি ২৭ বলে চারটি চারের সাহায্যে করেন ৩২ রান।
এর পর, ফের বেলাইন হয় ইংল্যান্ডের ট্রেন। অ্যালিস ক্যাপসি পাঁচ রান করে আউট হন। শেষ পর্যন্ত, সোফি এক্লেস্টোন চেষ্টা করলেও কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সোফি ২৩ বলে চারটি চার এবং একটি ছক্কার সাহায্যে ৩৫ রান করেন। এম আরলট ১১ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে শ্রী চরানি দু’টি উইকেট নেন। দীপ্তি শর্মা এবং আমানজ্যোৎ একটি করে উইকেট নেন।