বিসিসিআইয়ের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, এমন ভয়ংকর ফলাফলেও বর্তমান কোচের খুব একটা কিছু আসবে যাবে না। বরখাস্ত হবেন—এমন সম্ভাবনা খুব ক্ষীণ।
গৌতম গম্ভীর
শেষ আপডেট: 30 June 2025 06:52
দ্য ওয়াল ব্যুরো: কোচের মসনদে বসার প্রথম বর্ষপূর্তি দ্রুত ঘনিয়ে আসছে। আর অদ্ভুতভাবে পাঁচমেশালি সাফল্য সত্ত্বেও সমালোচনার তীর গৌতম গম্ভীরের নিশানা ছাড়ছে না!
ক্রিকেট অনুরাগীদের স্মৃতিতে টাটকা গত বছর ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ জয়ের স্মৃতি। কোচের পদ থেকে সরে যাবেন—টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দেন রাহুল দ্রাবিড়। ২৯ জুন বার্বাডোজে কাপ জিতে বিদায়ী কোচকে গ্র্যান্ড ট্রিবিউট দিয়ে ভুল করেনি টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি।
তারপরই শুরু হয় নতুন কোচের খোঁজ। রাহুলের একদা সতীর্থ ভিভিএস লক্ষ্মণ ছিলেন প্রথম পছন্দ। তিনি ‘না’ বলায় নজর ঘুরে যায় রিকি পন্টিংয়ের দিকে। কিন্তু নির্বাচকদের অনেকেরই প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটারকে ঠিক পছন্দ ছিল না। তাই সর্বসম্মতিক্রমে গৌতম গম্ভীরকে পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়।
ততদিনে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়ে নিজের কদর অনেকটাই বাড়িয়েছেন গম্ভীর। তরুণ খেলোয়াড়দের পালস বিলক্ষণ চেনেন। সব মিলিয়ে নয়া জমানার টিম ইন্ডিয়ার হাল ধরার যোগ্য কোচ হিসেবে তাঁকে দেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ৯ জুলাই, ২০২৪ সরকারিভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এই এক বছরের সময়পর্বে ভারত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। এটা আলো। কিন্তু এর উলটোপিঠেই অন্ধকার। যেখানে গোটা গোটা অক্ষরে লেখা: নিউজিল্যান্ড ঘরে ঢুকে হোয়াইটওয়াশ করে গিয়েছে, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফিতে নাস্তানাবুদ হতে হয়েছে আর এখন ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট হেরে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে শুভমান গিলের টিম ইন্ডিয়া। পরসিংখ্যান বলছে, একদিনের ক্রিকেটে মিশ্র সাফল্য সত্ত্বেও ১১ টেস্টের মাত্র তিনটিতে জিতেছে ভারত। তার মধ্যে দুটি বাংলাদেশের বিরুদ্ধে, একটি অস্ট্রেলিয়ার মাটিতে!
স্বাভাবিকভাবে সওয়াল উঠেছে, চলতি ইংল্যান্ড সিরিজও যদি হেরে ফেরে ভারত? কোনওরকম টক্কর না দিয়েই ০-৫ ব্যবধানে হারতে হয়? তখন কি আসন টলমল করবে গৌতম গম্ভীরের?
বিসিসিআইয়ের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, এমন ভয়ংকর ফলাফলেও বর্তমান কোচের খুব একটা কিছু আসবে যাবে না। বরখাস্ত হবেন—এমন সম্ভাবনা খুব ক্ষীণ। তাঁর কথায়, ‘এই মুহূর্তে গম্ভীর তরুণ দল নিয়ে খুব ভাল কাজ করছেন। পালাবদলের সময় অনেক সময় প্রত্যাশিত ফলাফল আসে না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড দু’দেশই এই পরিবর্তনের মুহূর্তে সমস্যায় পড়েছে। তাই গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাসের মানে নেই। এখনও ইংল্যান্ডে চারটি টেস্ট বাকি। আশা করাই যায়, ভারতীয় দল ঘুরে দাঁড়াবে। এরপর বাকিটা দেখা যাক। গম্ভীরের উপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে।’
যদিও বিশেষজ্ঞদের অনেকে এই যুক্তি মানতে নারাজ। ইংল্যান্ড সফর শেষ হলেই ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা সিরিজ। তারপর নিউজিল্যান্ড সফর। যেখানে ঐতিহাসিকভাবে ভারতীয় দল সেভাবে সাফল্য পায়নি। ফলে এখন রোদলা দিন মুহূর্তে কালো মেঘে ঢেকে যেতেই পারে।