Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধা
Karun Nayar

Eng vs India: ভাল শুরু করেও আউট নায়ার, দুই দলের ক্রিকেটাররা নামলেন কালো ব্যান্ড পড়ে

এদিন ভাল শুরু করেও ইনিংস দীর্ঘায়িত করতে পারলেন না করুণ। ৫০ বলে ৩১ রান করে ব্রাইডন কার্সের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।

Eng vs India: ভাল শুরু করেও আউট নায়ার, দুই দলের ক্রিকেটাররা নামলেন কালো ব্যান্ড পড়ে

ভারত বনাম ইংল্যান্ড

শেষ আপডেট: 2 July 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে এজবাস্টনে শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India test Series) দ্বিতীয় টেস্ট (Second Test)। ভারতীয় দল এই টেস্টে তিনটি পরিবর্তন করেছে। প্রথম টেস্টে দলে থাকা সাই সুদর্শন ও শার্দূল ঠাকুর বাদ পড়েছেন প্রথম একাদশ থেকে। পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে এজবাস্টনে নেই জসপ্রীত বুমরাহ।

দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে ঢুকেছেন ওয়াশিংটন সুন্দর, নীতীশকুমার রেড্ডি ও আকাশ দীপ। তবে দলে কেন কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনারকে রাখা হয়নি সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।

প্রথম টেস্টের মতো এজবাস্টনেও টসে হেরেছেন ভারত অধিনায়ক শুভমান গিল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে ব্যাট করতে নেমেই বিপর্যয়ের সম্মুখীন হয় টিম ইন্ডিয়া। মাত্র দুই রান করেই ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার লোকেশ রাহুল। দলের রান তখন ১৫।

এরপর অবশ্য ফার্স্ট ডাউনে নামা করুণ নায়ারকে (Karun Nayar) সঙ্গে নিয়ে মারমুখী মেজাজে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন যশস্বী জয়সওয়াল। এদিন ভাল শুরু করেও ইনিংস দীর্ঘায়িত করতে পারলেন না করুণ। ৫০ বলে ৩১ রান করে ব্রাইডন কার্সের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। ভারতের দ্বিতীয় উইকেটের পতন হয় ৯৫ রানে।

টিম ইন্ডিয়া লাঞ্চে গিয়েছে দুই উইকেট হারিয়ে ৯৮ রানে। যশস্বী ও শুভমান গিল অপরাজিত রয়েছেন যথাক্রমে ৬২ ও ১ রানে। জয়সওয়াল অবশ্য এদিন কোনও ইংলিশ বোলারকেই রেয়াত করেননি। ৬২ রান করতে নিয়েছেন মাত্র ৬৯টি বল। মেরেছেন ১১টি চার।

২৮ জুন মারা গিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ওয়েন লারকিন্স (Wayne Larkins)। এদিন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে দুই দলের খেলোয়াড়রা কালো ব্যান্ড (Black Arm Band) পরে মাঠে নেমেছিলেন। লারকিন্স ইংল্যান্ড, ডারহাম এবং নর্থাম্পটনশায়ারের হয়ে খেলেছিলেন। এই টপ অর্ডার ব্যাটার ১৩ টেস্টে ৪৯৩ রান এবং ২৫টি ওয়ানডেতে ৫৯১ রান করেছেন। পাশাপাশি ৪৮২টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর নামে রয়েছে ২৭ হাজারেরও বেশি রান। ৪৮৫টি লিস্ট এ ম্যাচে তিনি ১৩৫৯৪ রান করেছেন। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে উভয় দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করে প্রয়াত ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানান।


ভিডিও স্টোরি