Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কের
Kuldeep Yadav

Eng vs Ind: দ্বিতীয় টেস্টে কুলদীপ নেই কেন? গিল শোনালেন অদ্ভুত যুক্তি

কুলদীপকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গিল বলেন 'ব্যাটিং গভীরতা' বাড়াতেই এই সিদ্ধান্ত।

Eng vs Ind: দ্বিতীয় টেস্টে কুলদীপ নেই কেন? গিল শোনালেন অদ্ভুত যুক্তি

কুলদীপ যাদব

শেষ আপডেট: 2 July 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) দ্বিতীয়টি (Second Test) আজ থেকে এজবাস্টনে শুরু হয়েছে। দলে তিনটি পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্ক। প্রত্যাশামতোই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে প্রথম একাদশে নেই জসপ্রীত বুমরাহ। তাঁর পরিবর্তে এসেছেন বাংলার পেসার আকাশ দীপ। এছাড়া বাদ পড়েছেন সাই সুদর্শন ও শার্দূল ঠাকুর। এই দুইজনের পরিবর্তে এসেছেন স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডি।

তবে এই দলে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) না দেখে অবাক হয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মত ছিল, এজবাস্টনের বাইশ গজে বিপজ্জনক হয়ে উঠতে পারতেন এই বাঁহাতি রিস্ট স্পিনার। ফ্ল্যাট উইকেটেও তাঁর উইকেট শিকার করার ক্ষমতা রয়েছে। দলে দুই অলরাউন্ডার স্পিনার হিসাবে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজাকে রাখার কোনও দরকার ছিল না। কারণ আরও এক অলরাউন্ডার হিসাবে নীতীশ তো রয়েছেনই। বুমরাহ না থাকায় এমনিতেই ভারতীয় বোলিং ব্রিগেড অনেকটাই দুর্বল। সেখানে কুলদীপের উইকেট তোলার ক্ষমতা জাদেজা বা সুন্দরের তুলনায় অনেক বেশি কার্যকর হতো। 

 

চায়নাম্যান বোলার কুলদীপ এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে ৫৬ উইকেট নিয়েছেন। এতদিন তিনি ঢাকা পড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ছায়ায়। ভারতীয় দল থেকে রবিচন্দ্রন অশ্বিনের বিদায় কুলদীপ যাদবের জন্য ভারতের টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করার পথ সুগম করে দিয়েছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ধারণা ভিন্ন। 

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় স্পিনার খেলানোর প্রলোভন থাকা সত্ত্বেও, গিল-গম্ভীর জুটি কুলদীপের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে দলে বেছে নিয়েছেন। কুলদীপকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গিল বলেন 'ব্যাটিং গভীরতা' বাড়াতেই এই সিদ্ধান্ত

গিল এই প্রসঙ্গে বলেছেন, "আমরা কুলদীপকে খেলানোর কথা ভাবলেও ব্যাটিংয়ে কিছুটা গভীরতা যোগ করার সিদ্ধান্ত নিয়েছি।" এর আগে, ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেছিলেন, কুলদীপকে দলে না নেওয়া হলে এটি 'অন্যায়' হবে।

কুলদীপের পরিবর্তে সুন্দরের নির্বাচনের ক্ষেত্রেও গৌতম গম্ভীরের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। স্পিন-বোলিং অলরাউন্ডারের প্রতি প্রধান কোচের প্রশংসা কারওরই অজানা নয়। এটাও সবার জানা যে, গম্ভীর কুলদীপের মতো এক-মাত্রিক খেলোয়াড়ের চেয়ে সুন্দরের মতো একজন ইউটিলিটি প্লেয়ারকে বেশি পছন্দ করেন।

এজবাস্টনে দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়ার পর জসপ্রীত বুমরাহ আগামী সপ্তাহে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্লেয়িং ইলেভেনে ফিরে আসবেন বলেও নিশ্চিত করেছেন গিল। টিম ইন্ডিয়া অধিনায়ক বলেছেন, লর্ডসে তৃতীয় টেস্ট হবে। আমরা মনে করি সেই পিচে আরও বেশি চাপ থাকবে তাই আমরা বুমরাহকে সেখানে ব্যবহার করবতৃতীয় টেস্ট লর্ডসে শুরু হবে ১০ জুলাই থেকে।


ভিডিও স্টোরি