তবে একটি পরিসংখ্যানের দিকে তাকালে রীতিমতো অবাক হতে হচ্ছে। অবাক করার বিষয় হল, বুমরাহর অনুপস্থিতিতে সিরাজ ব্যাটারদের জন্য আরও মারাত্মক প্রমাণিত হন।
মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 5 July 2025 07:18
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের অটো ড্রাইভারের পরিবার থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ করে নেওয়ার পিছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম। তাই মহম্মদ সিরাজ (Mohammed Siraj) কঠিন পরিস্থিতিতে কখনওই ভেঙে পড়েন না। সম্প্রতি তাঁর বোলিং নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। কিন্তু টিম ইন্ডিয়ার ‘ডিএসপি সাহেব’ বলে পরিচিত সিরাজ সব সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন শুক্রবার।
এজবাস্টনে দ্বিতীয় টেস্টে (England vs India Second Test) নেই ভারতীয় বোলিং আক্রমণের প্রধান মুখ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর অবর্তমানে সব থেকে অভিজ্ঞ পেসার সিরাজ। আকাশ দীপের সঙ্গে জুটি বেঁধে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ করে দিয়ে ভারতের জয়ের আশা জাগিয়ে তুলেছেন এই ফাস্ট বোলার।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি বার্মিংহামের এজবাস্টনে খেলা হচ্ছে। তৃতীয় দিন শেষে টিম ইন্ডিয়া তাদের দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ৬৪ রান করেছে। এর ফলে টিম ইন্ডিয়ার মোট লিড দাঁড়িয়েছে ২৪৪ রান। ভারত প্রথম ইনিংসে ৫৮৭ রান করার পর, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪০৭ রানে।
সিরাজ প্রথম ইনিংসে নিয়েছেন ছয়টি উইকেট। শুধু তাই নয় বুমরাহর অবর্তমানে তিনি বোলিং বিভাগকে নেতৃত্বও দিচ্ছেন। ভারতের বোলিংয়ের সময় তাঁকে বারবার আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণাদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। প্রসিদ্ধ কোনও উইকেট না পেলেও ভারতের প্রথম ইনিংসে বঙ্গ পেসার আকাশ দীপ নিয়েছেন চার উইকেট।
তবে একটি পরিসংখ্যানের দিকে তাকালে রীতিমতো অবাক হতে হচ্ছে। অবাক করার বিষয় হল, বুমরাহর অনুপস্থিতিতে সিরাজ ব্যাটরদের জন্য আরও মারাত্মক প্রমাণিত হন।
বুমরাহর অনুপস্থিতিতে সিরাজের গড় মারাত্মক
টেস্টে চতুর্থবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন সিরাজ। ২০২৪ সালের জুলাইয়ের পর এই প্রথম তিনি কোনও টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন। এজবাস্টন টেস্টের প্রথম তিনি জ্যাক ক্রলি, জো রুট, বেন স্টোকস, ব্রাইডন কার্স, শোয়েব বশির এবং জশ টংকে প্যাভিলিয়নে পাঠান। আর আকাশ দীপ আউট করেন বেন ডাকেট, অলি পোপ, হ্যারি ব্রুক এবং ক্রিস ওকসকে। বুমরাহর অনুপস্থিতিতে সিরাজের গড় চোখ কপালে ওঠার মতো। তিনি বুমরাহর সঙ্গে ২৩টি টেস্টের ৪৪টি ইনিংসে বোলিং করেছেন। সেই ম্যাচগুলিতে তাঁর বোলিং গড় ৩৩.৮২। বুমরাহ ছাড়া খেলা ১৫টি ম্যাচের ২৬টি ইনিংসে তাঁর গড় ২৫.২০।
বুমরাহর অনুপস্থিতিতে সিরাজের পারফরম্যান্স
| বুমরাহর সঙ্গে | বুমরাহ ছাড়া |
---|---|---|
ইনিংস | ৪৪ | ২৬ |
গড় | ৩৩.৮২ | ২৫.২১ |
বুমরাহ ছাড়া সিরাজ বিদেশের মাটিতে
| বুমরাহর সঙ্গে | বুমরাহ ছাড়া |
---|---|---|
ইনিংস | ৩২ | ১৩ |
উইকেট | ৫৯ | ৩০ |
গড় | ৩২.৪ | ২৩.৩ |
সামি এবং বুমরাহ ছাড়া সিরাজের গড়
মহম্মদ সামির সঙ্গে নয়টি টেস্ট খেলেছেন সিরাজ। এক্ষেত্রে তাঁর গড় ৩৪.৯৬। বুমরাহ এবং সামি উভয়ের সঙ্গেই সিরাজ খেলেছেন ছয়টি টেস্ট। সেক্ষেত্রে তাঁর গড় ৩৩.০৫। সিরাজ যে ১২টি ম্যাচে বুমরাহ বা সামি কারও সঙ্গেই খেলেননি, সেখানে তাঁর গড় ২২.২৭।
যদি আমরা বিদেশে সিরাজের পরিসংখ্যান দেখি, তাহলে তিনি বুমরাহের সঙ্গে ৩২ ইনিংসে বোলিং করেছেন সিরাজ এবং এই সময়ে ৩২.৪ গড়ে ৫৯ উইকেট নিয়েছে। পাশাপাশি বুমরাহ ছাড়া সিরাজ বিদেশের বাইশ গজে ১৩ ইনিংসে বোলিং করে ২৩.৩ গড়ে ৩০ উইকেট নিয়েছেন।
শামি এবং বুমরাহ ছাড়া সিরাজের পরিসংখ্যান
পরিস্থিতি | ইনিংস | গড় |
---|---|---|
শুধুমাত্র বুমরাহের সঙ্গে | ২৩ | ৩৩.৮২ |
বুমরাহ ছাড়া | ১৫ | ২৫.২০ |
শুধুমাত্র সামির সঙ্গে | ৯ | ৩৪.৯৬ |
বুমরাহ এবং সামি উভয়ের সঙ্গে | ৬ | ৩৩.০৫ |
বুমরাহ এবং সামি ছাড়া | ১২ | ২২.২৭ |
সিরাজের এই পরিসংখ্যানের পর একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যখন বুমরাহ থাকে না, তখন সিরাজ নিজের উপর বিশ্বাস করেন, যখন বুমরাহ থাকে, তখন সে কেবল জাসি ভাইয়ের উপর বিশ্বাস করেন।
এই বিশেষ তালিকায় যোগ দিলেন সিরাজ
ছয় উইকেট নেওয়ার পর সিরাজ যোগ দিয়েছেন একটি বিশেষ তালিকায়। বার্মিংহামের এজবাস্টনে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় বোলার হলেন তিনি। তাঁর আগে কপিল দেব, চেতন শর্মা এবং ইশান্ত শর্মা এই কীর্তি গড়েছেন।
বার্মিংহামে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলাররা
উইকেট/রান | বোলার | বছর |
---|---|---|
৫/১৪৬ | কপিল দেব | ১৯৭৯ |
৬/৫৮ | চেতন শর্মা | ১৯৮৬ |
৫/৫১ | ইশান্ত শর্মা | ২০১৮ |
৬/৭০ | মহম্মদ সিরাজ | ২০২৫ |