আগামী মাসের মাঝামাঝি সময় টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু এই সফরের জন্য এখনও ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে সবুজ সঙ্কেত দেয়নি কেন্দ্রীয় সরকার। ফলে এই সিরিজটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে কি না, সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
ভারত বনাম বাংলাদেশ
শেষ আপডেট: 2 July 2025 10:08
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের জুলাই মাসেই বাংলাদেশে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর পড়শি দেশের রাজনীতিতে পালাবদল ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে একপ্রকার পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে।
হাসিনা অধ্যায় শেষ হওয়ার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয় নোবেলজয়ী মহম্মদ ইউনুসের তত্ত্বাবধানে। কিন্তু ইউনুসের আমলে অভিযোগ উঠতে শুরু করে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ণ শুরু হয়েছে। ভারত এর তীব্র প্রতিবাদ জানায় ও দেশটির বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত নেয়।
এই আবহে আগামী মাসের মাঝামাঝি সময় টিম ইন্ডিয়ার (Team India) বাংলাদেশ সফরে (Bangladesh Tour) যাওয়ার কথা ছিল। কিন্তু এই সফরের জন্য এখনও ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে সবুজ সঙ্কেত দেয়নি কেন্দ্রীয় সরকার (Central Government)। ফলে এই সিরিজটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে কি না, সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
পূর্ব সূচি অনুযায়ী কথা ছিল, অগাস্ট মাসের ১৭ থেকে ৩১ তারিখের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ভারত তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের জাতীয় দলের বিরুদ্ধে। তবে নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই সফরে সায় নেই কেন্দ্রের।
দিল্লি মনে করছে, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে, তাতে এই সফর নিয়ে ইতিবাচক বার্তা দেওয়া উচিত হবে না।
সরকারের এই মনোভাবের পর বিসিসিআই (BCCI) এই সফর 'রিশিডিউল' করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করেছে, যে কথা বিসিবির কর্মকর্তারাও নিশ্চিত করে জানিয়েছেন।
বিসিসিআইও এই সফর পুরোপুরি বাতিল করতে চাইছে না। বোর্ড আগামী বছর (২০২৬) আইপিএলের পরে এই সফর করা যায় কি না, সেটা বিসিবিকে ভেবে দেখতে অনুরোধ করেছে। তার আগে পর্যন্ত ভারতীয় দলের ক্রিকেট ক্যালেন্ডার একেবারেই ঠাসা বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সফরটি আইপিএলের পরে করতে হলে ২০২৬-র জুন মাসের আগে তা সম্ভব নয়। ততদিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে। বোর্ডের শীর্ষ কর্তারা জানিয়েছেন, বাংলাদেশে স্থায়ী সরকার গঠন হলে তখন হয়তো কেন্দ্র আর আপত্তি করবে না।