Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কের
Brett Lee Playfully Responds to Neeraj’s Praise

‘চাইলেই জ্যাভলিনে নাম কুড়োতে পারতেন’, নীরজের প্রশংসার জবাব রসিকতার ছলে ফেরালেন ব্রেট লি

এক্স-হ্যান্ডেলে যদিও নীরজের মন্তব্যের প্রেক্ষিতে যা লিখেছেন ব্রেট লি, তার অর্থ দাঁড়ায়, ছেলেবেলায় জ্যাভলিনে গা ঘামালেও কখনওই একে কেরিয়ারের অবলম্বন করতে চাননি। 

‘চাইলেই জ্যাভলিনে নাম কুড়োতে পারতেন’, নীরজের প্রশংসার জবাব রসিকতার ছলে ফেরালেন ব্রেট লি

নীরজ ও ব্রেট লি

শেষ আপডেট: 1 July 2025 08:28

দ্য ওয়াল ব্যুরো: জ্যাভলিনে ছুড়তে হয় বর্শা। ক্রিকেটে বল। একজন বোলার, যদি তিনি সিমার হন, দ্রুতবেগে বল ছুড়ে ব্যাটসম্যানের স্ট্যাম্প উপড়ে দিতে চান। অন্যদিকে জ্যাভলিনে বর্শা ছিটকে পড়ে অনেকটা দূরে। তা যতটা দূরত্ব অতিক্রম করবে, তত পয়েন্ট।

এমনিতে খোলা চোখে আপাত মিল থাকলেও দুটি খেলারই ধরন-ধারন বিলকুল আলাদা। তবু তাঁর নামাঙ্কিত জ্যাভলিন টুর্নামেন্ট ‘নীরজ চোপড়া ক্লাসিকে’ নামার আগে হাল্কা মেজাজের আলাপচারিতায় ভারতের ‘সোনার ছেলে’ জানিয়ে দিলেন, ক্রিকেটের দুনিয়ার কেউ যদি তাঁদের খেলায় নাম করতে পারতেন, তিনি ব্রেট লি!

কেরিয়ারের সেরা সময়ে একশো মাইল প্রতি ঘণ্টায় বল ছুড়েছেন অস্ট্রেলীয় বোলার। ডেলিভারির বাঁক বুঝে উঠতে না পেরে ক্লিন বোল্ড হয়েছেন অনেক ব্যাটসম্যান, পায়ের গোড়ায় আছড়ে পড়েছে ইয়র্কার। ছত্রখান তিনটি স্ট্যাম্প। কিন্তু তাই বলে জ্যাভলিন? জীবনে কোনওদিন বর্শা ধরেছেন?

এক্স-হ্যান্ডেলে যদিও নীরজের মন্তব্যের প্রেক্ষিতে যা লিখেছেন ব্রেট লি, তার অর্থ দাঁড়ায়, ছেলেবেলায় জ্যাভলিনে গা ঘামালেও কখনওই একে কেরিয়ারের অবলম্বন করতে চাননি। অজি বোলারের কথায়, ‘আমি স্কুলে বিস্তর জ্যাভলিন ছুড়েছি। কিন্তু কখনওই নীরজের ধারেকাছে পৌঁছইনি। এতে কনুইয়ে খুব চাপ পড়ে। নীরজের মতো অ্যাথলিটকে আমি শ্রদ্ধা করি, তাঁকে শুভেচ্ছা জানাতে চাই।’

শুধুই বিদেশি বোলার নন, নীরজ দেশের ক্রিকেটারদের মধ্যে বুমরাহর নাম করেছেন। টিম ইন্ডিয়ার এক নম্বর পেসার চাইলে জ্যাভলিন ছুড়ে নাম করতে পারতেন বলে মত নীরজ। ‘যদিও বোলিং আর জ্যাভলিন দুটোই আলাদা খেলা, তবু আমি বুমরাহর থেকে বেশ কিছু জিনিস শিখতে চাইব!’ সশ্রদ্ধ মন্তব্য অলিম্পিক সোনাজয়ী তারকার।


ভিডিও স্টোরি