Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!
Jaiswal to Represent Mumbai

গোয়া ট্রিপ বাতিল! মুম্বইয়ের হয়েই আগামী মরশুম রঞ্জিতে নামবেন যশস্বী জয়সওয়াল

মে মাসে নিজের পুরনো অবস্থান থেকে সরে আসেন যশস্বী। ইমেল পাঠান। যেখানে লেখা, তিনি আগের সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছেন। 

গোয়া ট্রিপ বাতিল! মুম্বইয়ের হয়েই আগামী মরশুম রঞ্জিতে নামবেন যশস্বী জয়সওয়াল

যশস্বী জয়সওয়াল

শেষ আপডেট: 1 July 2025 05:27

দ্য ওয়াল ব্যুরো: গোয়া নয়, পুরনো দল মুম্বইয়ের হয়েই আগামী রঞ্জি ট্রফিতে নামতে চলেছেন যশস্বী জয়সওয়াল। কয়েক মাস আগে, আইপিএল চলছে যখন, সবাইকে অবাক করে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নো অবজেকশন সার্টিফিকেট দাবি করে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার জানান, তাঁরা সপরিবারে গোয়া চলে যাচ্ছেন। ফলে পরের সিজনে মুম্বইয়ের হতে খেলা তাঁর পক্ষে সম্ভব নয়।

এই আবেদনকে অনেকেই সহজ চোখে নেননি। কেউ কেউ বারবার আচরণভঙ্গের জন্য দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হওয়াকেই কারণ হিসেবে দেগে দেন। যদিও মে মাসে নিজের পুরনো অবস্থান থেকে সরে আসেন যশস্বী। ইমেল পাঠান। যেখানে লেখা, তিনি আগের সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছেন। পরের মরশুমে মুম্বইয়ের হয়েই খেলতে চান। সোমবার সেই আর্জি অনুমোদিত হয়েছে।

এমসিএ তাদের সরকারি বিবৃতিতে লিখেছে, ‘এর আগে যশস্বী জয়সওয়াল এনওসি প্রত্যাহারের দাবি করে আবেদন করেছিলেন, অ্যাপেক্স কাউন্সিল তা মঞ্জুর করেছে। তিনি আগামী দিনে মুম্বইয়ের হয়েই খেলবেন।’ এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক বলেন, ‘যশস্বী মুম্বই ক্রিকেটের গর্বের সন্তান। আমরা ওর এনওসি তুলে নেওয়ার আর্জি গ্রহণ করেছি। আগামী মরশুমে যশস্বী মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে নামবে।’

প্রসঙ্গত, আইপিএল শুরুর পরেই খবরটা ছড়ায়, যশস্বী জয়সওয়াল মুম্বই ক্রিকেট টিম ছেড়ে গোয়ার হয়ে খেলতে চান। এই নিয়ে তিনি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ‘এনওসি’ (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়ারও আর্জি জানিয়েছিলেন। গোড়ায় সেই সার্টিফিকেট দিতে দেরি করেনি মুম্বই।

যদিও ভারত-পাক সংঘর্ষের আবহে আইপিএল স্থগিত হওয়ার পরই আগের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়ান যশস্বী। জানান, মুম্বইয়ের হয়েই সামনের মরশুম ঘরোয়া ক্রিকেট খেলতে ইচ্ছুক। পারিবারিক কারণে গোয়া যেতে চেয়েছিলেন। সেটা আপাতত হচ্ছে না।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে লেখা বার্তায় জয়সওয়াল বলেন, ‘আমায় এনওসি দেওয়ার যে আবেদন জানিয়েছিলাম, সেটা প্রত্যাহার করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পরিবারের জন্য গোয়া যাওয়ার কথা ছিল। তা এখন সম্ভব নয়। এই কারণে এমসিএ কর্তৃপক্ষের কাছে আমার আর্জি, অনুগ্রহ করে মুম্বইয়ের হয়ে পরের বছর মাঠে নামার অনুমতি দিন। আমি আগের এনওসি গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা বিসিসিআই—কারও কাছেই জমা দিইনি।’

প্রসঙ্গত, চলতি আইপিএলের মধ্যে খবরটা সত্যি আচমকা ও অপ্রত্যাশিত ছিল: মুম্বইয়ের রঞ্জি টিম (Ranji Trophy) ছাড়তে চলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। সংবাদটা হাওয়ায় ভাসছে সবে, তখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি, সেই সময় চাউর হয় দ্বিতীয় ঝটকা: যশস্বী নাকি ইতিমধ্যে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) দফতরে দলত্যাগের চিঠি পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। আর সেটা গৃহীতও হয়েছে।

এই খবরে মান্যতা দেয় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। পাশাপাশি সামনে আসে, পুরনো টিম ছেড়ে নতুন দল গোয়ার জার্সি গায়ে পরের মরশুমে মাঠে নামতে পারেন ভারতের উদীয়মান ওপেনার। আগামী সিজন থেকেই দেশের প্রথম সারির সমস্ত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে চলেছে গোয়া। প্রথমবারের জন্য। আর অভিষেক বছরই নাকি টিমের অধিনায়ক বাছা হয়েছে যশস্বীকে।

হঠাৎ কেন মুম্বই ছেড়ে গোয়াভিমুখী? গোড়ায় ‘ব্যক্তিগত কারণ’ বলে দায় সারলেও কোনও মহলই এই ‘যুক্তি’ মানতে রাজি হয়নি। বিশেষত, যে-মুম্বইয়ের হয়ে তাঁর উত্থান, জাতীয় দলে সুযোগের রাস্তা খুলে যাওয়া—কেরিয়ারের উন্মেষলগ্নে কেন এমন হঠকারি সিদ্ধান্ত নিতে যাবেন যশস্বী? রহস্যের গন্ধ জমে ওঠে।

এরপর খোলস কিছুটা খোলে। তরুণ ওপেনার জানান, যেহেতু গোয়া ম্যানেজমেন্ট তাঁকে অধিনায়কত্বের প্রস্তাব দিচ্ছে, সেই কারণেই পুরনো দল ছেড়ে নতুন অফার লুফে নেওয়া। আর কিছু নয়৷ বলেন, ‘গোয়া টিম আমায় নতুন সুযোগ দিয়েছে৷ সেটা দলের নেতৃত্ব গ্রহণ নিয়ে। তবে আমার প্রথম লক্ষ্য ভারতের হয়ে ভাল খেলা এবং যখন যখন আন্তর্জাতিক ক্রিকেট নেই, তখন তখন গোয়ার হয়ে খেলতে নেমে টুর্নামেন্টে যত দূর পর্যন্ত যাওয়া যায়, তার চেষ্টা চালানো।’

এই যুক্তিতেও চিঁড়ে ভেজে না। পাল্টা প্রশ্ন ওঠে: টিম ইন্ডিয়ার আগামী অধিনায়ক হওয়ার লাইনে নেই যশস্বী, এমনকী তাঁর আইপিএল দল রাজস্থান রয়্যালসের না অধিনায়ক না সহ-অধিনায়ক—কোনও তালিকাতেই তাঁর নাম নেই। সঞ্জু স্যামসন চোটের জন্য বাদ পড়ার পর নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে রিয়ান পরাগের হাতে। তাহলে কেন রঞ্জি টুর্নামেন্টে গোয়ার অধিনায়ক হওয়া নিয়ে এতটা উতলা হয়ে উঠবেন যশস্বী? এটাই কি দলবদলের একমাত্র কারণ? নাকি অজুহাত মাত্র?

এরপরই সামনে উঠে আসে একটি খবর, যা বিশেষজ্ঞদের মতে, যশস্বীর মুম্বইত্যাগের আসল কারণ হতে পারে৷ সূত্র মারফত জানা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট এবং অজিঙ্ক রাহানের সঙ্গে সম্পর্কে অবনতির জেরেই মুম্বইয়ের ‘প্রাক্তন’ ওপেনার  গোয়ার সঙ্গে হাত মেলাতে চলেছেন। বিশেষ করে রাহানের সঙ্গে চাপান-উতর নাকি দীর্ঘদিন ধরেই চলছে। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুজনে৷ বিষয়টা এতদূর গড়ায় যে, অধিনায়কের কিট ব্যাগে লাথি পর্যন্ত মেরেছিলেন যশস্বী। এই নিয়ে সমালোচনায় সরব হন কোচ ওঙ্কার সাঙ্ঘভি৷ যাঁর সঙ্গেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন যশস্বী জয়সওয়াল।

এই প্রথম নয়। এর আগে দলীপ ট্রফি চলাকালীন পশ্চিমাঞ্চলের হয়ে খেলতে নেমে অধিনায়ক রাহানের রোষে পড়েছিলেন যশস্বী৷ দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে একটি ম্যাচে মাত্রাতিরিক্ত স্লেজিং করছিলেন তিনি। এই নিয়ে আম্পায়ার তাঁকে বারবার সতর্ক করেন। কিন্তু তাতে কর্ণপাত না করে যশস্বী স্লেজিং চালিয়ে যান। এরপর আচমকা রাহানের হস্তক্ষেপ। দলের ক্রিকেটারকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। যে কারণে দুজনের সম্পর্কে অবনতি দানা বাঁধে।

সূত্রের খবর, এরপরই মুম্বই দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন যশস্বী। জাতীয় দলে অভিষেকের পরেও ঘরোয়া ক্রিকেটে সুযোগ কমতে থাকে৷ এই নিয়ে বারবার অসন্তোষ জানান। যে কারণে মুম্বইয়ের নির্বাচক প্রধান সঞ্জয় পাতিল তাঁকে সতর্কও করেন। জাতীয় ক্রিকেটে মুম্বইয়ের অবদান নিয়ে যশস্বীকে স্মরণও করিয়ে দেন।

বিশেষজ্ঞদের মতে, নামতে নামতে একেবারে তলানিতে ঠেকা সম্পর্কেরই ফলশ্রুতি মুম্বই-ত্যাগের বাসনা। অধিনায়কত্বের প্রস্তাব স্রেফ অজুহাত মাত্র। যদিও অনেক টালবাহানার পর ফের আগের দলের হয়েই নামতে ইচ্ছুক যশস্বী।


ভিডিও স্টোরি