সবার নজরে ছিলেন দুজন। অর্শদীপ ও আকাশ দীপ। প্রথমজন আগের তুলনায় কম সময় নেটে ছিলেন বলে খবর। কিন্তু নিজেকে নিংড়ে নাগাড়ে বল করে গেলেন আকাশ।
আকাশ দীপ ও বুমরাহ
শেষ আপডেট: 1 July 2025 07:05
দ্য ওয়াল ব্যুরো: দৌড়ে এগিয়েছিলেন অর্শদীপ সিং। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে টপকে এগিয়ে এলেন আকাশ দীপ। মনে করা হচ্ছে, এজবাস্টনে আগামীকাল মাঠে নামতে দেখা যাবে বিহারের ডানহাতি পেসারকে।
চোট পাননি, কিন্তু পেতে পারেন—এই চিন্তায় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ফরমান মেনে জসপ্রীত বুমরাহ স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিয়েছেন বলে খবর। লিডসে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে খালি হাতে ফিরতে হয়। বাকি দুই পেসার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ রান খরচ করেন দেদার, উইকেট সেভাবে পাননি। নির্বিষ ছিলেন রবীন্দ্র জাদেজাও।
রবি শাস্ত্রী, এবি ডিভিলিয়ার্স, সুনীল গাভাসকারের মতো প্রাক্তন ক্রিকেটারদের অনেকে যদিও বুমরাহকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন। তাঁদের যুক্তি: দলের প্রধান পেসারের না খেলা মানে বোলিং ইউনিট আরও দুর্বল হয়ে পড়বে। সেক্ষেত্রে দু’টেস্ট হেরে পিছিয়ে পড়লে কামব্যাক করা শুভমানদের পক্ষে অসম্ভব!
যদিও কারও কথায় আমল দেননি কোচ গৌতম গম্ভীর। সাফ জানান, পূর্ব ঘোষণামতো, সিরিজের আর দুটি ম্যাচেই নামবেন বুমরাহ। এর বেশি খেললে চোট পাওয়ার সম্ভাবনা। টিম ম্যানেজমেন্ট সে রাস্তায় হাঁটতে নারাজ।
তিনি যে ভুল কিছু বলেননি, সোমবারের প্র্যাকটিস সেশনে সে ছবিই ফুটে উঠল। একদিকে আগের মতো মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ গা ঘামালেন। বুমরাহ অল্পবিস্তর বল করলেন। যত না ঘাম ঝরালেন, তার চাইতে বেশি সময় ব্যয় করলেন গম্ভীরের সঙ্গে শলা-পরামর্শে।
যদিও সবার নজরে ছিলেন দুজন। অর্শদীপ ও আকাশ দীপ। প্রথমজন আগের তুলনায় কম সময় নেটে ছিলেন বলে খবর। কিন্তু নিজেকে নিংড়ে নাগাড়ে বল করে গেলেন আকাশ। প্র্যাকটিসে হাজির সাংবাদিকদের মতে, এটাই আকাশ দীপের প্রথম একাদশে নামার যথেষ্ট সংকেত। আগামিকাল তিনিই পরতে চলেছেন ব্যাগি ব্লু টুপি।
বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, অভিজ্ঞতা সিমার বাছাইয়ে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অর্শদীপ টি-২০ ক্রিকেটের বিশেষজ্ঞ পেসার, ওয়ান ডে-তেও সাবলীল। কিন্তু টেস্টে জাতীয় দলের জার্সিতে একটিও ম্যাচ খেলেননি। অন্যদিকে আকাশ দীপ টিম ইন্ডিয়ার হয়ে লাল বলের ক্রিকেট খেলেছেন। নিয়েছেন ১৫টি উইকেট। শেষবার মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, বর্ডার-গাভাসকার ট্রফিতে।