নিজস্ব ছবি
শেষ আপডেট: 31st January 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: হাতে মাত্র একদিন। সরস্বতী পুজোর প্রস্তুতি তুঙ্গে প্রায় সমস্ত স্কুল-কলেজে। তুলির টানে ব্যস্ত কুমোরটুলির শিল্পীরা। আর পাড়ার মণ্ডপ সাজছে কচিকাঁচাদের হাতে। একটু বড়দের আবার প্ল্যান চলছে সরস্বতী পুজোয় ঠিক কেমন সাজগোজ করা যায়। রীতি অনুযায়ী সরস্বতী পুজোয় (Saraswati Puja 2025) হলুদ পরার চল রয়েছে। কেন হলুদ পরা হয়, এর পিছনে ঠিক কী যুক্তি রয়েছে, জেনে নেওয়া যাক। সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমীতে ঠিক কী পরবেন, সেই সন্ধানও রইল 'দ্য ওয়াল'-এ।
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয়। পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে দিনটি শ্রীপঞ্চমী নামেও পরিচিত। এই দিন থেকে বসন্ত ঋতুর আগমন হয় বলে অনেকে আবার বসন্ত পঞ্চমী (Basant Panchmi) হিসেবে এই দিনটি পালন করেন। সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রঙের বিশেষ সম্পর্ক রয়েছে। হলুদ রঙকে শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, হলুদ রঙ সুখ, শান্তি দেয়। সুখ ও সমৃদ্ধির জন্য মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা হয়। এছাড়া বৈজ্ঞানিকভাবেও হলুদ রঙকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মনে করা হয়, হলুদ রঙ মানসিক চাপ দূর করে মনে শান্তি আনে। এর পাশাপাশি হলুদ রঙ আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে।
বসন্ত পঞ্চমী বসন্ত কালের শুরু, এই সময়ে সর্ষে ফুলে ছেয়ে যায় চারিদিক। হলুদ হয়ে ওঠে মাঠ ঘাট। তাই হলুদ রঙকে বসন্তের শুরু বলে মনে করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী, হলুদ ফুল দিয়ে ঘর সাজালে পজিটিভ এনার্জি থাকে।
বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোয় হলুদ রঙের মাহাত্ম তো জেনে নিলেন। এবার কী পরবেন। সরস্বতী পুজোয় ছোট থেকে বড়, মেয়েরা প্রায় সকলেই মূলত শাড়ি পরে থাকেন। আর ছেলেরা পাঞ্জাবি। কেউ ধুতি দিয়ে পাঞ্জাবি পরেন, কেউ পাজামা দিয়ে। এদিন অন্যান্য উৎসবের মতো ট্যাডিশনাল পোশাক পরতেই পছন্দ করেন সকলে। যদি কেউ শাড়ি বা পাঞ্জাবিতে স্বচ্ছন্দ বোধ না করেন তাহলে সালোয়ার কামিজ বা কুর্তা পাজামা পরতে পারেন।