শেষ আপডেট: 9th January 2025 20:16
দ্য ওয়াল ব্যুরো: 'সন্ধ্যা হয়েছে এবার চুলটা গুটিয়ে নে', 'সন্ধ্যার পরে আর চুল খুলে রাখতে নেই'- এই কথাগুলো সমাজে বেশ প্রচলিত। কিন্তু এর পিছনের কারণ সম্পর্কে বহু মানুষই জানেন না। সন্ধ্যার পর মেয়েদের চুল খোলা রাখা নিয়ে আমাদের সমাজে নানা বিধিনিষেধ প্রচলিত। ছোটবেলা থেকেই মা-ঠাকুমাদের মুখে শুনে এসেছেন, সূর্যাস্তের পর চুল খোলা রাখা উচিত নয়।
হিন্দু শাস্ত্র মতে, এই অভ্যাস নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে। এমনকি, তন্ত্র-মন্ত্রের শিকার হওয়ার আশঙ্কাও থেকে যায়। পুরাণে সীতার মা সুনয়নার একটি প্রসঙ্গ উল্লেখ করা হয়। তিনি বিয়ের সময় সীতাকে চুল বাঁধার উপদেশ দিয়েছিলেন, কারণ বাঁধা চুল সম্পর্ক ও জীবনে শৃঙ্খলা আনে। জ্যোতিষশাস্ত্রেও আলগা ও জট পাকানো চুলকে অশুভ বলে মনে করা হয়।
অনেকেই বলেন, মহিলাদের একা চুল খোলা রেখে ঘুমানো উচিত নয়। তবে স্বামীর সঙ্গে থাকলে এই নিয়ম প্রযোজ্য নয়। তবে শুধুই তা নয়, শাস্ত্রের পাশাপাশি বিজ্ঞানও চুল খোলা নিয়ে সতর্ক করে। বিশেষজ্ঞরা বলছেন, রাতে চুল খোলা রাখলে জট পাকানোর আশঙ্কা বাড়ে। এর ফলে চুল দুর্বল হয়ে ভেঙে যেতে পারে। তাছাড়া, চুল মুখে লেগে ত্বকে অ্যালার্জি বা ব্রণ হওয়ার ঝুঁকিও বাড়ে।
সন্ধ্যার পর চুল বাঁধার এই অভ্যাস শুধু শাস্ত্রীয় বা বৈজ্ঞানিক কারণেই নয়, দৈনন্দিন জীবনে শৃঙ্খলা আনার প্রতীক হিসেবেও কাজ করে। তাই ছোট থেকে বড়দের পরামর্শ মতো এই অভ্যাস গড়ে তোলাই শ্রেয়। এতে শরীর ও মন উভয়ের সুরক্ষাই নিশ্চিত হয়।