শেষ আপডেট: 26th September 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো: রাস্তা দিয়ে কালো বিড়াল গেলে অনেকেই দাঁড়িয়ে পরেন। কালো বিড়ালে রাস্তা কেটেছে, তাই তা অশুভ। এমনটা অনেকের মুখেই শোনা যায়। কিন্তু আদৌ কি তা ঠিক? আজ সেই উত্তরই জেনে নেওয়া যাক। হিন্দুধর্মে বিভিন্ন পশু-পাখির উল্লেখযোগ্য ভূমিকা আছে।
এমন অনেক পশু পাখি রয়েছে, যাদের পুজো করা হয় সনাতন ধর্মে। সেই তালিকাতে রয়েছে বিড়ালও। তবে কালো বিড়ালের ক্ষেত্রে অশুভ তকমাটা রয়েই গিয়েছে। শকুন শাস্ত্রে বিড়ালকে নিয়ে অনেক কিছুরই উল্লেখ রয়েছে। তবে শুভ অশুভ সবটাই সময়ের উপর নির্ভর করে। শাস্ত্র মতে, সকালে ঘুম থেকে ওঠার পর যদি কেউ হঠাৎ একটি কালো বিড়াল দেখে, তবে শীঘ্রই তাঁর বাড়িতে কোনও অতিথি আসতে চলেছে।
কালো বিড়াল যদি বাম দিক থেকে ডান দিকে পথ অতিক্রম করে তবে তা অশুভ বলে মনে করা হয়। এছাড়া শাস্ত্র মতে, যদি কোথাও কালো বিড়াল মলত্যাগ করে, তবে তা অশুভ বলে মনে করা হয়। বেড়াল সম্পর্ক নানা ধারণার উল্লেখ আছে। জ্যোতিষে বেড়ালকে রাহু গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়।
এদিকে আবার দু'টি কালো বিড়াল কোনও বাড়িতে লড়াই করে, তাহলে সেই বাড়িতে ঝামেলা লাগার প্রবনতা দেখা দেয়। ঘরোয়া ঝামেলা বাড়তে থাকে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়ে। বেড়ালকে অনেকে অলক্ষ্মীর বাহন বলে মনে করেন। এই অলক্ষ্মী হলেন সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বোন এবং তিনি দারিদ্র্রের দেবী। তবে উর্বরা শক্তির দেবী মা ষষ্ঠীরও বাহন হল বেড়াল।
তবে এসবই মানুষের সংস্কার ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা ধারণা। এই শুভ বা অশুভ নিয়ে কোনও গবেষণা বা সমীক্ষার অস্তিত্ব নেই। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এ-ও যেন তাই-ই।