শেষ আপডেট: 2nd October 2024 18:59
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় চলতে চলতে হঠাৎই টাকা পড়ে থাকতে দেখলে তুলে নেন অনেকেই। তারপরে সেই টাকায় কী করবেন, তা নিয়ে দ্বিধাবোধ করেন। কুড়িয়ে পাওয়া টাকা কী আদৌ ভাল? নাকি তার জন্যই জীবনে নেমে আসতে পারে বড় কোনও বিপদ?
জ্যোতিষশাস্ত্রে রয়েছে এর উত্তর। জ্যোতিষ মতে, রাস্তাঘাটে হঠাৎ টাকা কুড়িয়ে পাওয়া খুব শুভ। এর থেকে বোঝা যায়, মা লক্ষ্মী সেই ব্যক্তির উপর সদয় হয়েছেন। অর্থাৎ সেই ব্যক্তি দেনা মুক্ত হবেন। তাঁর জীবনে সাফল্য নেমে আসবে। অর্থিক উন্নতি ঘটবে।
এবার প্রশ্ন হল কুড়িয়ে পাওয়া টাকা দিয়ে কী করা উচিত আর কী করা উচিত নয়? জ্যোতিষশাস্ত্রে কী বলা রয়েছে, তাও জেনে নেওয়া যাক।
টাকার পরিমাণ যা-ই হোক, বেশি বা কম সেই টাকা কোনওভাবেই দান করা ঠিক না। লক্ষ্মীর আশির্বাদস্বরূপ টাকাটা নিজের কাছেই রেখে দেওয়া উচিত। এমনকী খরচ না করে তা গঙ্গা জলে ধুয়ে ঠাকুরের আসনে রেখে দিয়ে নিত্য পুজো করাই শ্রেয়।
জীবনে নতুন কিছু কাজ শুরু করার আগে যদি কোনও ব্যক্তি হঠাৎ রাস্তা থেকে টাকাপয়সা কুড়িয়ে পান, তা হলে জানতে হবে, সেই কার্যে সাফল্য আসবেই। তবে সেই টাকা খরচ করে দিলে চলবে না।