শেষ আপডেট: 13th January 2025 11:14
দ্য ওয়াল ব্যুরো: '...লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম', জানুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে ভিড়ভাট্টা শুরু হয়েছে। দূর-দূরান্ত থেকে সাধু-সন্ন্যাসী, সাধারণ মানুষ তো বটেই মহাকুম্ভ যজ্ঞে বহু হেভিওয়েটরাও অংশ নিতে চলেছেন।
সেই তালিকায় রয়েছেন 'অ্যাপল' সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও, স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল। মহাকুম্ভের জন্য প্রয়াগরাজ যাওয়ার আগে শনিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেছেন তিনি। লরেনের সঙ্গে ছিলেন নিরঞ্জনী আখড়া মন্দিরের কৈলাশানন্দ গিরি জি মহারাজ।
লরেনের যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহের বাইরে থেকে প্রার্থনা করছেন৷ তাঁর পরনে গোলাপি রঙের ভারতীয় পোশাক আর মাথায় সাদা 'দুপাট্টা'।
কৈলাশানন্দ মহারাজের কথায়, 'লরেন রীতি মেনেই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন। যেহেতু ঐতিহ্য মতে কোনও অহিন্দু শিব লিঙ্গ ছুঁতে পারেন না, তাই বাইরে থেকেই তিনি প্রণাম করেছেন।'
প্রসঙ্গত, মহাকুম্ভের অন্যতম আকর্ষণ 'কল্পবাসী' প্রথা। হিন্দু পুরাণ অনুসারে এ এক প্রাচীন প্রথা। 'কল্প' অর্থাৎ দীর্ঘ সময় আর 'বাস' অর্থাৎ, বসবাস করা। গোটা মাঘ মাস জুড়ে তিন নদীর সঙ্গমের বালুতটে থাকেন কল্পবাসীরা। তীব্র শীত উপেক্ষা করে প্রতিদিন তাঁরা বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন।
কল্পবাসীদের ভীষণ শৃঙ্খলাবদ্ধ জীবনধারা অনুসরণ করতে হয়। ভোর হওয়ার আগেই উঠে প্রথমে গঙ্গাস্নান। তার পর ধ্যান, উপাসনা। এ ছাড়া বিভিন্ন সাধুদের শিবিরে শিবিরে ঘুরে তাঁরা উপদেশ শোনেন।
সাধারণত, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং বিহারের গ্রামের মানুষরা মহাকুম্ভের 'কল্পবাসী' হন। তবে এ বার, তাঁদের সঙ্গে যোগ দেবেন স্টিভ জোবসের স্ত্রী। ২৯ জানুয়ারি পর্যন্ত তিনি মহাকুম্ভে থাকবেন। আর পাঁচ জন কল্পবাসীর মতো লরেনও সঙ্গমে ডুব দিয়ে পুন্যস্নান করবেন এবং নিয়মিত ধর্মোপদেশ শুনবেন।