শেষ আপডেট: 31st January 2025 11:20
দ্য ওয়াল ব্যুরো: বসন্ত পঞ্চমী (Basant Panchami 2025) বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনার বিশেষ দিন। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সারা দেশে ধুমধামের সঙ্গে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই বছর বসন্ত পঞ্চমীর দিন বিশেষ শুভ যোগ তৈরি হতে চলেছে, যা ১৪৪ বছর পর পুনরায় ঘটবে। একইসঙ্গে, এই সময়ে প্রয়াগরাজে মহাকুম্ভও চলছে, যেখানে বসন্ত পঞ্চমীর দিন ‘অমৃত স্নান’-এর বিশেষ মাহাত্ম্য রয়েছে।
বৈদিক মতে পঞ্চমী তিথি শুরু: ২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, সকাল ৯:১৪ মিনিট পঞ্চমী তিথি শেষ হবে ৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, সকাল ৬:৫২ মিনিটে।
তবে বাংলার অনেক পঞ্জিকার মতে, বসন্ত পঞ্চমীর তিথি ২ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২ টা ২৯ মিনিটে লাগবে। ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা ৫৯ মিনিটে তা শেষ হবে।
শুভ যোগ: পঞ্চমী তিথিতে শনি দেব পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। একইসঙ্গে, এই দিন শিব যোগ, সিদ্ধ সাধ্য যোগ ও রবি যোগ তৈরি হবে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
অমৃত স্নান: ১২ বছর অন্তর অন্তর মহাকুম্ভ অনুষ্ঠিত হয়, তবে এই বছর যে যোগ তৈরি হচ্ছে তা ১৪৪ বছর পর ঘটছে (Basant Panchami 2025 Shubh Yog after 144 years)। বসন্ত পঞ্চমীর দিনে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করলে অমৃত স্নানের পূর্ণ ফল লাভ করা যায়।