শেষ আপডেট: 28th September 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: গ্রহের দোষ থাকলে পরিবারে অনেক রকমের সমস্যা আসতে থাকে। আর্থিক সমস্যা থেকে শুরু করে পারিবারিক ঝামেলা, সব কিছুই দিনের পর দিন বাড়তে থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শনির অশুভ প্রভাবে বিরক্ত ও অস্থিরতা দেখা যায় ব্যক্তিদের মধ্যে।
এই গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব। রান্নাঘরে যেমন মশলার গুরুত্ব রয়েছে। তেমনই ভাগ্য বদলাতে পারে রান্নাঘরের একটি মশলাই। জ্যোতিষশাস্ত্রমতে, মশলার গুণে রাতারাতি দূর হয়ে যায় সব গ্রহের দোষত্রুটি। তাছাড়াও শনি ও রাহুর অভিশাপও কেটে যায়।
তার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। ভরসা রাখতে হবে জোয়ানের উপর। গ্রহের অবস্থান সব রাশির জাতক-জাতিকাদের জীবনকেও প্রভাবিত করে। সেক্ষেত্রে এই দোষ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে জোয়ান।
শাস্ত্র অনুসারে, পশ্চিম দিককে শনিদেবের অভিমুখ বলা হয়। তাই শনিদোষ কমাতে পশ্চিম দিকে এক মুঠো জোয়ান রাখতে হবে। তবে খালি না রাখাই ভাল। প্রয়োজনে একটি কাপড় নিয়ে তার মধ্যে এক মুঠো জোয়ান দিয়ে পুটলি করে বেঁধে রাখতে হবে।
এবার প্রশ্ন হল, কোন দিকে রাখতে সবচেয়ে ভাল ফল পাওয়া যাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, পূর্বকে দেব-দেবীর অভিমুখ ধরা হয়। এদিকে ভগবান বাস করেন। তাই বাড়ির পূর্ব দিকে একমুঠো জোয়ান রাখলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়।
মনকে শান্ত রাখতে, স্বাস্থ্য ভাল রাখতে আর আর্থিক অবস্থার উন্নতি করতে সঠিক স্থানে জোয়ান রেখে দিতে হবে। কয়েকদিনের মধ্যেই ফলাফল পাওয়া যাবে। যদি ঋণ দিন দিন বাড়তে থাকে ও তা ঠিক না থাকে তাহলে বাড়ির উত্তর দিকে এক মুঠো জোয়ান রাখা শুভ।
তবে এসবই মানুষের সংস্কার ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা ধারণা। এই শুভ বা অশুভ নিয়ে কোনও গবেষণা বা সমীক্ষার অস্তিত্ব নেই। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এ-ও যেন তাই-ই।