শেষ আপডেট: 8th February 2024 14:24
দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে প্রতি বছরের মতো এবারেও সমস্ত নিয়মনীতি মেনে আজ (৮ ফেব্রুয়ারি) রটন্তী কালীপুজো হচ্ছে। অন্য সব কালীপুজো অমাবস্যায় হলেও এই রটন্তী কালীপুজো হয় মাঘ মাসের চতুর্দশী তিথিতে। এটাই এই পুজোর বিশেষত্ব। শ্রীরামকৃষ্ণদেব মায়ের মন্দিরে এই বিশেষ পুজো শুরু করেছিলেন। ঠাকুর বলেছিলেন,' রটন্তী কালীপুজোর দিন ভোরে স্বর্গের দেবতারা নেমে আসেন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্নান করতে। 'আজও ভক্তরা গঙ্গাস্নান করে মন্দিরে মা ভবতারিণীকে দর্শন করেন, পুজো দেন।
• চার প্রহরে পুজো হয় নিয়মনীতি মেনে
আজ চতুর্দশী পড়েছে সকাল ৯ টা ২১ মিনিটে, চতুর্দশী থাকবে আগামীকাল সকাল ৭ টা ৩২ মিনিট পর্যন্ত। এরপর পড়বে অমাবস্যা। অমাবস্যার দিনও মায়ের মন্দিরে বিশেষ পুজো হবে। কথা হচ্ছিল দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক কুশল চৌধুরির সঙ্গে। কুশল জানালেন, 'দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে বছরে তিনটে পুজো খুব ধুমধাম করে হয়। জ্যৈষ্ঠ মাসে ফলহারিনী কালীপুজো, কার্তিক মাসে দীপান্বিতার আরাধনা ও মাঘ মাসে রটন্তী কালীপুজো। অদ্বৈত মতে প্রচুর নিয়মনিষ্ঠা মেনে রটন্তী কালীপুজো হয় মায়ের মন্দিরে। শ্রীরামকৃষ্ণদেবের দেখানো পথেই এই পুজো হয়। আজও সেই পরম্পরা রক্ষা করে চলেছেন পুরোহিতরা। চার প্রহরে পুজো হয়। ভোরবেলা থেকে মধ্যরাত পর্যন্ত পুজোপাঠ চলে। আজ সকাল থেকেই দক্ষিণেশ্বরে ভক্তের ঢল নেমেছে। হাজার হাজার মানুষ এসেছেন এই পুণ্যতিথিতে মায়ের কাছে তাঁদের মনোস্কামনা জানাতে।
• গঙ্গারতি ও গুণীজন সমাবেশে মাতৃবন্দনা
আজ গোধূলি লগ্নে দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে শুরু হবে বিশেষ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মা গঙ্গার আরতি। এরপর মন্দির প্রাঙ্গণে শুরু হবে অনুষ্ঠান।নামীদামি গায়ক, সাহিত্যিক ও বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষ আসবেন অনুষ্ঠানে। মন্দিরের ট্রাস্টি বোর্ডের তরফে কুশল চৌধুরি জানালেন, 'আজ প্রবেশ অবাধ। ভক্তরা অনুষ্ঠান দেখতে পারবেন। তবে গঙ্গারতি শুধু আজ বিশেষ পুজো উপলক্ষে নয়, রোজই হয় দক্ষিণেশ্বরে। মা গঙ্গাকে দূষণ থেকে না বাঁচালে আমরা বাঁচব না। তাই মন্দির থেকে এই আরতির ব্যবস্থা করা হয়েছে। মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে মন্দির কতৃপক্ষ।'