শেষ আপডেট: 21st September 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো: কখন কীভাবে কার ভাগ্যের চাকা ঘুরবে, তার অনেকটাই নির্ভর করে জ্যোতিষ ও বাস্তুতে। ঘুমের মধ্যেই ঘটতে পারে বিরাট পরিবর্তন। ধন-সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণের জন্য ঘুমের অনেক অবদান রয়েছে। সেই সঙ্গে মেনে চলতে হবে কিছু বাস্তু কৌশল। তাহলে হাতে নাতে ফল পাওয়া যাবে।
আর্থিক সমস্যা মিটবে নিমেষেই। রাতে শোওয়ার সময় বিছানার নীচে বেশ কিছু জিনিস রাখলে চুম্বকের মতো অর্থ বা টাকা-পয়সা আসতে থাকবে। দূর হয়ে যাবে সব দুঃখ-কষ্ট বা আর্থিকলাভ। দেখে নেওয়া যাক সেই চারটে জিনিস কী কী।
রাশিতে রাহু দোষ থাকলে রাতে বালিশের নীচে মুঠো মৌরি রেখে দিতে হবে। দেরি না করে আজ রাত থেকেই রাখার অভ্যাস করে নেওয়া ভাল। এই প্রতিকার মেনে চললে রাহুর অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। ঘুম ভাল হবে। দুঃস্বপ্নও কেটে যায় দ্রুত। ঘুম ভালো হলে মানসিক স্বাস্থ্যও থাকে সুস্থ। সেই সঙ্গে আর্থিক সঙ্কটও কাটবে।
রাতে শোওয়ার আগে বালিশের তলায় লোহার ছুরি বা অন্য কোনও ধারালো লোহার বস্তু রেখে ঘুমানো যেতে পারে। এতে সারাদিন থাকবেন ফুরফুরে থাকবেন। রাশি দোষও কাটবে। খালি পকেট নিমেষে টাকায় ভরে উঠবে।
যদি ঘরে নেতিবাচকত শক্তির আনাগোনা বেশি থাকে, মনের মধ্যে শুধুই নেগেটিভ চিন্তা ঘুরে বেড়ায়, তাহলে রাতে শোওয়ার আগে বালিশের তলায় রাখতে হবে এক কোয়া রসুন। রসুনের তীব্র ঝাঁঝালো গন্ধে নেগেটিভিটি দূরে চলে যায়।
বহু দিন ধরে আর্থিক সঙ্কট বা আর্থিক ক্ষতির সামনাসামনি হলে, রাতে বিছানার পাশে এক গ্লাস দুধ রেখে ঘুমিয়ে পড়লেই ফল পাওয়া যাবে। পরের দিন সকালবেলায় বাবলা বা কাঁটাযুক্ত গাছে সেই দুধ নিবেদন করে দিলে আর্থিক সঙ্কট কেটে যাবে। টানা ৭টি রবিবার এমন করতে হবে।