শেষ আপডেট: 11th January 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: মকর সংক্রান্তি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিন। শাস্ত্র মতে, এই দিনটি সূর্যের 'মকর' রাশিতে প্রবেশকে চিহ্নিত করে। সূর্যের এই রাশি পরিবর্তন 'সংক্রান্তি' নামে পরিচিত। মকর সংক্রান্তিতে সূচনা হয় সূর্যের উত্তরায়ণেরও। অর্থাৎ সূর্য উত্তর দিকে যাত্রা শুরু করে এবং ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসের শেষ দিনটি মকর সংক্রান্তি। এবছর অর্থাৎ ২০২৫-এ কবে পড়েছে, জেনে নিন।
শাস্ত্র অনুযায়ী, মলমাসকে অশুভ হিসেবে গণ্য করা হয়। সূর্য যখন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করে, তখন মলমাস শেষ হয়। ২০২৫ সালে মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি, মঙ্গলবার পড়েছে। পুণ্যতিথি ওই দিন শুরু হবে সকাল ৯টা ৩ মিনিটে, যা চলবে বিকেল ৫টা ৪৬ মিনিট পর্যন্ত। এছাড়া, মহাপুণ্যকাল রয়েছে। যা ওই দিন সকাল ৯টা ৩ মিনিট থেকে বেলা ১০টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে।
বাঙালিরা পিঠেপুলি খেয়ে সংক্রান্তি উদযাপন করে। এই সময় নতুন ধানও ওঠে ফলে অনেকে সেই বিষয়টি উদযাপন করতেও চালের গুঁড়ো দিয়ে পিঠে করে থাকেন। শুধুমাত্র বাঙালিরা এই পার্বণে মাতেন এমন না। গোটা দেশে জাকজমক করে সংক্রান্তি পালিত হয়। শুধু নাম বদলে যায়। গুজরাতে এই দিনে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব। মহারাষ্ট্রে পুরান পোলি খাওয়া হয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১২ বছর পর পর অনুষ্ঠিত হল মহাকুম্ভ মেলা। যা এই বছর আয়োজিত হচ্ছে।
বাংলার প্রতিবেশী অসমে বিহু পালিত হয়। তামিলনাড়ু ও তেলঙ্গানায় পোঙ্গাল, গুজরাত ও রাজস্থানে উত্তরায়ণ, হরিয়ানা ও পাঞ্জাবে মাঘী ও মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটকে পৌষ সংক্রান্তি বলা হয়।